ফিফা বিশ্বকাপে বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে। তবে ফিফা বিশ্বকাপে অন্যতম স্মরণীয় ঘটনা হল 2006 ফিফা বিশ্বকাপে ফ্রান্স বনাম ইতালি ম্যাচ চলাকালীন ইতালির ডিফেন্ডার মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুঁতো মেরেছিলেন ফ্রান্সের অধিনায়ক জিনেদিন জিদান। সেই ঘটনাটি এখনো পর্যন্ত চিরস্মরণীয় হয়ে আছে ফুটবল প্রেমীদের কাছে। আর সেই ঘটনায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল। সেই ঘটনার পর জীবনের শেষ বিশ্বকাপের ম্যাচটিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল জিনেদিন জিদানকে। কিন্তু হঠাৎ কি এমন হল যার কারণে জিদানের মত শান্তশিষ্ট ফুটবলার মাথা গরম করে বিপক্ষ দলের ফুটবলারকে একেবারে গুঁতো মেরে দিলেন?
এতদিন পর্যন্ত এই ঘটনার রহস্য হয়েই থেকে গিয়েছে। কেউ জানতে পারেনি সেই দিন ঠিক কি হয়েছিল, সেইদিন দুজনের মধ্যে ঠিক কি কথাবার্তা হয়েছিল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সেই ঘটনা নিয়ে নানান লোক নানান মতামত প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ঘটনা নিয়ে প্রকাশ্যে জিদান কিংবা মাতেরাজ্জি কেউই মুখ খোলেনি।
অবশেষে 14 বছর পর প্রকাশ্যে এলো সেই দিনের ঘটনা। সেই দিনের ঘটনার পিছনে আসল কারণ জানালেন ইতালির মাতেরাজ্জি। মাতেরাজ্জি জানালেন সেদিন ঠিক কি হয়েছিল। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে মাতেরাজ্জি বলেন সেই দিন দুর্দান্ত ফুটবল খেলছিলেন জিনেদিন জিদান। জিদান আমাদের বিরুদ্ধে একটি গোল করার পর আমাদের কোচ আমাকে খুবই বকা দিয়েছিলেন, তিনি আমাকে বলেছিলেন জিদানকে ভালোভাবে মার্ক করে রাখতে। কিন্তু অনেক চেষ্টা করেও জিদানকে আটকাতে পারছিলাম না। আর তাই আমাদের দুজনের মধ্যে স্লেজিং শুরু হয়, বারবার আমি জিদানকে নানাভাবে বিরক্ত করি। একটা পর্যায়ে আমাদের বিরোধ চরম আকার ধারণ করে। আমি জিদানের জার্সি ধরে টেনে ধরি তখন জিদান আমাকে জিজ্ঞেসা করেছিলেন আমার জার্সিটি কি তুমি নেবে? তখন আমি তাকে বলেছিলাম তোমার বোনকে নিতে চাই। আর তারপরেই জিদান মেজাজ হারিয়ে আমাকে মাথা দিয়ে গুঁতো মেরেছিল।