ডোপিং সন্দেহে জড়াল চিনা অ্যাথলেট, মীরাবাঈ চানুর রৌপ্য পদক বদলে যেতে পারে স্বর্ণপদকে

বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকের দ্বিতীয় দিনেই ভারতকে বড় সাফল্য এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ৪৯ কেজি বিভাগে মোট ২০২ কেজি ভার উত্তোলন করে রৌপ্য পদক জিতে নেন তিনি। কম্পিটিশনে স্বর্ণ পদক জিতে নিয়েছিলেন চীনের অ্যাথলেট জিহুই হউ (Zihui Hou)। মহিলাদের ৪৯ কেজি বিভাগে মোট ২১০ কেজি ভার উত্তোলন করে স্বর্ণ পদক জিতে নেন তিনি। একইসঙ্গে গড়েন অলিম্পিকে এই বিভাগে সবচেয়ে বেশি ভারোত্তোলনের রেকর্ডও।

কিন্তু এখন এই জিহুইকে নিয়েই তৈরি হয়েছে সন্দেহ। অলিম্পিক কমিটি সূত্রে জানানো হয়েছে চীনের এই ক্রীড়াবিদকে যেতে হবে ডোপ টেস্টের মধ্যে দিয়ে। ডোপ টেস্টে ফলাফল তার বিপক্ষে গেলে চানুর রৌপ্য পদক বদলে যেতে পারে স্বর্ণ পদকে। কারণ বেআইনিভাবে ডোপিং করে থাকলে জিহুইয়ের কাছ থেকে সমস্ত সম্মান কেড়ে নেবে অলিম্পিক কমিটি।

এখন অ্যান্টি ডোপিং স্কোয়ার্ড পরীক্ষা করে দেখবে ম্যাচের আগে জিহুই কোন ড্রাগ জাতীয় ওষুধ খেয়েছিলেন কিনা। প্রসঙ্গত উল্লেখ্য শনিবার স্ন্যাচে ৯৪ কেজি ভার উত্তোলন করে নতুন রেকর্ড স্থাপন করেছিলেন এই চিনা ক্রীড়াবিদ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৬ কেজি ভার তুলেছিলেন তিনি। অন্যদিকে ম্যাচে চানু তোলেন ৮৭ কেজি ভার এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে চানু উত্তোলন করেন ১১৫ কেজি। ১১৭ ভার তুলতে গিয়ে বিফল হন তিনি। যার জেরে স্বর্ণ পদক জিতে নেন জিহুই।

কিন্তু এখন চিনা অ্যাথলেটের এই ভারোত্তোলনকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করেছে অলিম্পিক কমিটি। যদিও এই মুহূর্তে বড় প্রশ্ন হল এর মাঝে কেন দুটি গুরুত্বপূর্ণ দিন নষ্ট করলেন তারা। এখন কি আদৌ টেস্টে সঠিক ফল মিলবে? অলিম্পিকে ডোপিংয়ের ঘটনা অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অনৈতিকভাবে ডোপিংয়ের জন্য পদক বাতিল হয়েছে একাধিক খেলোয়াড়ের। এখন জিহুইয়ের ক্ষেত্রে কি হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকালে।

 


Abhirup Das

সম্পর্কিত খবর