গর্ভবতীরা সাবধান! ভারতে এল জিকা ভাইরাস, রোগীর সঙ্গে গর্ভের সন্তানেরও হতে পারে সর্বনাশ

বাংলাহান্ট ডেস্ক: করোনা ভাইরাসের ফলে এক সময় বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশ। চলতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপও দেখা দিয়েছিল। এ বার ভারতে হানা দিল মারণ জিকা ভাইরাস (Zika Virus)। চিকিতসকরা বলছেন, এই ভাইরাস মারাত্মক। গোটা বিশ্বের বিজ্ঞানীরাই চিন্তিত এই অসুখ নিয়ে। সে জন্য এই রোগের ব্যাপারে সচেতনতা প্রয়োজন। 

জিকা ভাইরাস একটি মশাবাহিত অসুখ। বাহক মশা যদি কোনও গর্ভবতী মহিলাকে কামড়ায়, তাহলে গর্ভের সন্তানের মধ্যেও সমস্যা দেখা দিতে পারে। এতটাই ভয়ানক এই রোগ। সে জন্য জিকা ভাইরাস নিয়ে সতর্ক হয়ে যান। ভারতে এই রোগ আগে সেভাবে দেখা যায়নি। তাই অনেকেই এই রোগটির ব্যাপারে জানেন না। এর ফলে হতে পারে চরম বিপদ। তাই এই রোগের ব্যাপারে জেনে নিলে সহজেই আপনি সমাধান করতে পারবেন। 

mosquito bite

এর লক্ষণগুলি কী কী?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, জিকা ভাইরাস বেশিরভাগ সময়েই উপসর্গহীন। দেখা দিলেও সেটা সংক্রমণ হওয়ার ৩ থেকে ১৪ দিনের মাথায়। উপসর্গগুলির মধ্যে জ্বর, গায়ে র‍্যাশ, কনজাংটিভাইটিস, পেশি ও গাঁটে ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি লক্ষণ থাকতে পারে। প্রায় ২ থেকে ৭ দিন থাকে এই লক্ষণ।

কেমন জটিলতা দেখা দেয়? 

এই ভাইরাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল এর জেরে শরীরে জটিলতা দেখা দেয়। গর্ভাবস্থায় এই রোগ হলে গর্ভের শিশুও জন্মায় অনেক সমস্যা নিয়ে। যেমন শিশুর মাসল টোনে জটিলতা, দৃষ্টি শক্তি কম, কানে শুনতে না পাওয়া বা কম শোনা জাতীয় জটিলতা হতে পারে। তাই সাবধান।

zika virus

কী ভাবে এই রোগ নির্ণয় করবেন?

প্রাথমিক ভাবে রোগীর উপসর্গ শুনে রোগ নির্ণয় করা যায়। এছাড়াও রক্ত ও শরীরের অন্যান্য ফ্লুইড পরীক্ষা করার মতো বিষয়। এগুলি মিলিয়ে রোগ নির্ণয় করা যায় সহজেই।

জিকা ভাইরাসের চিকিৎসা কী? 

এখনও অবধি এই রোগের তেমন কোনও চিকিৎসা নেই। রোগীর লক্ষণ দেখে তার ভিত্তিতে চিকিৎসা করা হয়। জ্বর হলে তার জন্য ওষুধ, গায়ে ব্যাথা হলে সেই ওষুধ। এই চিকিৎসা পদ্ধতিতেই বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে যান। এই রোগের এখনও কোনও টিকা নেই।

তাই মশার কামড় থেকে বাঁচার চেষ্টা করুন। কোনও জায়গায় জল জমতে দেবেন না। বাচ্চাদের ঝোপ-ঝাড়ে খেলাধুলো করা থেকে বিরত রাখুন। রাতে মশারি টাঙিয়ে ঘুমোন। আর অহেতুক ভয় না পেয়ে সতর্ক হয়ে যান। রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর