বাংলা হান্ট ডেস্ক: এবার ইউপিআই পেমেন্ট অ্যাপ আসছে আত্মনির্ভর ভারত। কারণ ফোন পে কিংবা গুগল পে’র মতন গ্লোবাল জায়ান্ট সংস্থায় আসতে চলেছে চাপ। ভারতীয় বাজারে আসছে ভারতীয় জোহো পে (Zoho Pay)। দেশীয় সংস্থা তৈরি এই ইউপিআই পেমেন্ট একবারে অন্তিম পর্যায়ে পরীক্ষা চলছে। কিছুদিনের মধ্যেই বাজারে আসবে এই অ্যাপটি।
দেশীয় ডিজিটাল পেমেন্টে নতুন তারকা ‘জোহো পে’ (Zoho Pay)
জানা যায় নতুন এই অ্যাপটির মধ্যে চ্যাটিং ও কলিং দুটো অপশনই থাকছে। এছাড়া এই অ্যাপের উদ্দেশ্য হল ব্যবহারকারীদের নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা দেওয়া। যেমন গ্রাহক যেন চ্যাট ইন্টারফেস না ছেড়েও টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারে সেই দিকে নজর দিতেই আরাট্টাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে জোহো পে কে (Zoho Pay)।

আরও পড়ুন: ভাত বেঁচে গিয়েছে! তা দিয়ে টিফিনে বানিয়ে ফেলুন সুস্বাদু চিজ় বল, জানুন প্রণালী
নতুন এই ইউপিআই অ্যাপের মাধ্যমে একদিকে যেমন আর্থিক লেনদেন করা যাবে। অপরদিকে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট মোবাইল নেটওয়ার্ক রিচার্জ করা যাবে। তাছাড়া চ্যাট ইন্টারফেস থেকে নানান ধরনের কাজগুলো বের করা যাবে।
এছাড়া এটি যেহেতু মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় হচ্ছে। তাই এক কোটি বেশি মানুষ এটিকে ডাউনলোড করেছে। ইতিমধ্যে গুগল প্লে স্টোরে এই অ্যাপের ওয়েটিং রয়েছে ৪.৭।
এছাড়া এক লক্ষের বেশি মানুষ এর রেটিং দিয়েছে। পাশাপাশি এই প্লাটফর্মে ইউপিআই পেমেন্ট পরিষেবা যুক্ত হলে তা দ্রুত একটি সুপার অ্যাপ এ পরিণত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Zoho Pay)।













