বাংলাহান্ট ডেস্ক: হিন্দু ধর্মাবেগে আঘাত দেওয়ার অভিযোগে কাঠগড়ায় হৃতিক রোশন (Hrithik Roshan) এবং নামী অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সংস্থা জোম্যাটো (Zomato)। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পুরোহিতদের রোষের মুখে পড়েছে ওই সংস্থা। বিতর্ক তুঙ্গে উঠতেই তড়িঘড়ি বিজ্ঞাপনটি সরিয়ে ক্ষমা প্রার্থনা করল জোম্যাটো।
ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একাধিক বিজ্ঞাপনেই দেখা গিয়েছে হৃতিককে। বিভিন্ন শহরের জনপ্রিয় দোকানের নাম উল্লেখ করে গ্রাহক আকর্ষণ করাই ছিল বিজ্ঞাপনটির মূল লক্ষ্য। কিন্তু এই বিজ্ঞাপনের জন্য যে এত বড় বিতর্কে জড়াতে হবে তা ভাবেনি ওই সংস্থা।
যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেখানে হৃতিককে বলতে শোনা যায়, তিনি উজ্জয়িনীতে রয়েছেন আর থালি খেতে ইচ্ছা করছিল, তাই তিনি ‘মহাকাল’ থেকে অর্ডার করেছেন। বিজ্ঞাপনটি নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করে মহাকাল মন্দিরের পুরোহিতরা।
বিজ্ঞাপনটি হিন্দু ধর্মাবেগে আঘাত করেছে, এই অভিযোগ তুলে অবিলম্বে বিজ্ঞাপনটি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে। সেই সঙ্গে সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কথাও জানানো হয়। মুহূর্তে টুইটারে ধিক্কার পোস্টে ভরে যায় জোম্যাটোর বিরুদ্ধে।
এরপরেই ক্ষমা প্রার্থনা করে একটি বিবৃতি দেয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থাটি। বিবৃতিতে জানানো হয়েছে, বিজ্ঞাপনে যে ‘মহাকাল’ এর কথা বলা হয়েছে সেটি আসলে উজ্জয়িনীর একটি নিমী রেস্তোরাঁ আর সেখানে ‘থালি’ জনপ্রিয় একটি আইটেম। মহাকালেশ্বর মন্দিরের কথা ওই বিজ্ঞাপনে বলা হয়নি।
Hey, we have something to share – pic.twitter.com/gmPgiGYwGp
— zomato care (@zomatocare) August 21, 2022
সঙ্গে আরো লেখা হয়েছে, ‘উজ্জয়িনীবাসীদের ভাবাবেগকে আমরা সম্মান করি। বিতর্কিত বিজ্ঞাপনটি আর সম্প্রচারিত হচ্ছে না। আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থনা করছি। কারোর বিশ্বাস বা আবেগে আঘাত করার উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না।’