বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে কাজের চাপ বেড়ে যাওয়ার ফলে আমি আপনি সকলে অনলাইন ফুড অ্যাপের উপর বেশিরভাগ নির্ভরশীল হয়ে থাকি। তবে এবার এই ফুড অ্যাপ ব্যবহার করার আগে সাবধান। কারণ পুজার মুখে ইন্টারনাল সংস্থার অধীনস্থ অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে (Zomato) খাবার অর্ডার দিতে গেলে এবার দিতে হবে অতিরিক্ত টাকা।
গ্রাহকদের কপালে ভাঁজ, Zomato–র অর্ডারে অতিরিক্ত টাকা (Zomato)
সময়ের সাথে পাল্লা দিয়ে একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে সকল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। যেখানে আপনি সাত সকাল হোক অথবা মাঝরাত। ফোনে একটা ক্লিকে হাতের সামনে পেয়ে যাবেন আপনার পছন্দের খাবার। স্বাভাবিকভাবে এই অ্যাপ এখন বহু মানুষ ব্যবহার করছে। তবে এবার সকলের জন্য রয়েছে পুজোর আগে দুঃসংবাদ।এবার অনলাইন অর্ডারে চার্জ বাড়ালো জোমাটো (Zomato)।
আরও পড়ুন: আনন্দে ভাসছে লাভপুর! প্রধান শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়ের হাতে উঠবে শিক্ষারত্ন পুরস্কার
সূত্রের খবর, উৎসবের মরশুমের আগে ১০ টাকা থেকে জোমাটোর প্ল্যাটফর্ম চার্জ এবার বের হল ১২ টাকা। অর্থাৎ এবার প্রতি অর্ডারে আপনাকে দিতে হবে বাড়তি টাকা। প্রসঙ্গত ২০২৩ সালে যেখানে জোমাটোর প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম চার্জ করত ২ টাকা। সেখানে তা বেড়ে গিয়ে হয় ৩ টাকা। দফায় দফায় বেড়ে হয় ১০ টাকা। এরপর এই টাকা বেড়ে বর্তমানে হল ১২ টাকা।
প্রসঙ্গত শুধুমাত্র যে জোমাটোর প্ল্যাটফর্ম চার্জ বাড়িয়েছে তা নয়। এর কিছুদিন আগে ফুড ডেলিভারি অ্যাপে চার্জ বাড়িয়েছে সুইগিও (Swiggy)। ১২ টাকা থেকে এখন ১৪ টাকা করে চার্জ নিচ্ছে সুইগি। তবে পুজোর আগে হঠাৎ করে এইভাবে চার্জ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের।