বাংলাহান্ট ডেস্ক : জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু রহস্য নিয়ে এখনও চর্চা চলছে ইন্ডাস্ট্রিতে। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আর বেঁচে ফেরা হয়নি তাঁর। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই গায়কের মৃত্যু হয় বলে জানা গিয়েছিল প্রথমে। ইতিমধ্যে অসমে শেষকৃত্য সম্পন্ন হয়েছে জুবিনের (Zubeen Garg)। এর মাঝেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে গায়ককে সাঁতরে পারে ফিরে আসার চেষ্টা করতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
জুবিনের (Zubeen Garg) ভিডিও নিয়ে হইচই নেটদুনিয়ায়
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোনোরকমে সাঁতার কেটে ফেরার চেষ্টা করছেন জুবিন (Zubeen Garg)। একটি ভেলার কাছে এসে থামেন তিনি। তখনই শ্বাসকষ্ট হতে শুরু করে তাঁর, শরীর ছেড়ে দেয়। জলে ভাসতে থাকেন তিনি। চোখেমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট দেখা গিয়েছে গায়কের। ভিডিওতে জুবিনের (Zubeen Garg) পেছনে আরও পাঁচজনকে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, তাঁরা গায়কের দলের সদস্য।
কী দেখা গিয়েছে ভিডিওতে: অনুরাগীদের একাংশের মতে, এটি জুবিনের শেষ দিনেরই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। যেমনটা জানা গিয়েছে, লাইফ জ্যাকেট পরে প্রথমে সমুদ্রে ডুব দিয়েছিলেন জুবিন (Zubeen Garg)। কিন্তু কিছুক্ষণ পরে লাইফ জ্যাকেট খুলে ফিরে আসেন তিনি। জানান যে লাইফ জ্যাকেট পরে অস্বস্তি হচ্ছে।
আরও পড়ুন : পুজোর মুখে বড় ধাক্কা পর্যটকদের, ১০ টি সরকারি বাস বন্ধ করল দিঘা ডিপো
কীভাবে হল মৃত্যু: প্রথমটা শোনা গিয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল জুবিনের (Zubeen Garg)। কিন্তু পরে জানা যায়, সমুদ্রে সাঁতার কাটতে গিয়েই নাকি ঘটে অঘটন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, জুবিনের মৃত্যু নিয়ে যতগুলি এফআইআর দায়ের হয়েছে সবগুলি একত্রিত করে সিআইডিকে দেওয়া হবে মামলার দায়িত্ব।
আরও পড়ুন : পুজোর আগেই কমল স্মার্ট কার্ডের দাম, ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা মেট্রোর
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের। গত রবিবার কফিনবন্দি হয়ে অসমে ফেরে তাঁর নিথর দেহ। প্রিয় গায়ককে শেষ দেখা দেখতে ভক্তদের ঢল নেমেছিল রাস্তায়। দুবার ময়না তদন্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছে জুবিনের। গত ২৩ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হয় গায়কের।