বাংলাহান্ট ডেস্ক : জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু নিয়ে বিতর্ক থামার নাম নেই। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় গায়কের। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রয়াত গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে। এবার এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। এই মামলা অসম পুলিশের হাত থেকে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে গেলেন শ্যামকানু।
জুবিন (Zubeen Garg) মামলা গড়াল সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টে শ্যামকানুর আবেদন, এই মামলা যেন যত দ্রুত সম্ভব অসম পুলিশের হাত থেকে স্থানান্তরিত করা হয়। কারণ হিসেবে তিনি অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে গল্প বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে। আগে থেকেই হিসেব কষে মিথ্যে ‘অপরাধী’ (Zubeen Garg) ধরার ছক কষা হয়েছে। আর সেই ছক করেই তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন শ্যামকানু। এই অভিযোগ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
গায়কের স্ত্রীর অভিযোগ: সম্প্রতি জুবিনের স্ত্রী গরিমা দাবি করেছেন, হঠাৎ করেই একটি পিকনিকে টেনে নিয়ে যাওয়া হয় জুবিনকে (Zubeen Garg)। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করে ক্লান্ত হয়ে পড়েন জুবিন। তারপরেও জোর করে তাঁকে পিকনিকে, সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন গরিমা।
আরও পড়ুন : ‘খারাপের উপরে ভালোর জয় হোক’, ‘খোঁচা’ দিয়ে বিজয়ার শুভেচ্ছা TMC রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের
কী আশঙ্কা স্ত্রীর: গায়কের স্ত্রী জানান, ১৮ সেপ্টেম্বর রাতেও জুবিনের (Zubeen Garg) সঙ্গে কথা হয়েছিল তাঁর। কিন্তু তখনও পিকনিকের কোনও প্রসঙ্গ উত্থাপন করেননি তিনি। গরিমা বলেন, সাধারণত সকালবেলায় ঘুমোতেন জুবিন (Zubeen Garg)। হয়তো তাঁকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। গরিমার আশঙ্কা, ঠিকমতো ওষুধও তাঁকে দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। ম্যানেজার থাকা সত্ত্বেও কেন দেখভাল করা হল না জুবিনের (Zubeen Garg)? প্রশ্ন তুলেছেন স্ত্রী গরিমা।
আরও পড়ুন : পুজোতেও বাজিমাত জি বাংলার, একাদশীতে কে হল বেঙ্গল টপার?
জুবিনের স্ত্রী বলেন, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়নি গায়কের। প্রথমে তেমনটা মনে করা হলেও পরে জানা যায়, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের (Zubeen Garg)। গরিমা বলেন, তদন্ত চলছে। আসলে কী হয়েছিল তা সকলেই জানতে চান। অসমের মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করছেন। আইনি ব্যবস্থায় তাঁর ভরসা রয়েছে বলেই জানান জুবিনের স্ত্রী।