জুবিন মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়, এবার গ্রেফতার দুই দেহরক্ষী!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু মামলায় একের পর এক নতুন মোড় এসেই চলেছে। তেমনই বাড়ছে একের পর এক গ্রেফতারির সংখ্যা। শুক্রবার সকালেই আরও দুই গ্রেফতারি হয়েছে এই মামলায়। জুবিনের (Zubeen Garg) দুই ব্যক্তিগত দেহরক্ষীকে এদিন গ্রেফতার করেছে অসম পুলিশ। কিন্তু তাঁদের গ্রেফতারির পেছনে কী কারণ?

গ্রেফতার হলেন জুবিনের (Zubeen Garg) দুই দেহরক্ষী

নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্য, জুবিনের দুই ব্যক্তিগত দেহরক্ষীকে গ্রেফতার করেছে অসম পুলিশ। গায়কের মৃত্যু রহস্যের তদন্তে নেমে সম্প্রতি বড় তথ্য হাতে আসে পুলিশের। তদন্তে উঠে আসে, গায়কের একজন দেহরক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০ লক্ষ এবং অপরজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এই টাকার অঙ্ক তাঁদের বেতনের থেকে অনেকটাই বেশি। জুবিনের (Zubeen Garg) মৃত্যুর কয়েকদিন আগেই এই অর্থের লেনদেন হয় বলে জানা গিয়েছে।

Zubeen garg two bodyguards arrested

কারা গ্রেফতার হয়েছেন: অসম পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত সন্দীপন গর্গ ছাড়াও আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। সিঙ্গাপুরে কনসার্টের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের (Zubeen Garg) ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী এবং জুবিনের সহ গায়ক অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : এতকালের ঐতিহ্যে বিরাট পরিবর্তন, বদলে গেল ফাটাকেষ্টর কালীপুজোর প্রতিমা! কী জানালেন শিল্পী?

কী বলছে ময়না তদন্তের রিপোর্ট: সিঙ্গাপুরে যে ময়না তদন্ত হয়েছে জুবিনের (Zubeen Garg), তার রিপোর্ট অনুযায়ী, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু জানা যাচ্ছে, গায়কের নাকি জলে ভয় ছিল। তা সত্ত্বেও কেন লাইফ জ্যাকেট ছাড়াই জলে নামলেন জুবিন (Zubeen Garg)? উঠছে প্রশ্ন। উপরন্তু এও অভিযোগ উঠছে, গায়ককে জলে ডুবে যেতে দেখেও নাকি তাঁকে বাঁচানোর চেষ্টা করেননি তাঁর সঙ্গীরা।

আরও পড়ুন : গা ভরা পেল্লায় সোনার হার, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে সুনীতাকে উপহার গোবিন্দার! কত ওজন হবে?

সম্প্রতি জুবিনের ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী মুখ খোলেন সেদিনের ঘটনা নিয়ে। তিনি জানান, জুবিনকে (Zubeen Garg) যখন ইয়টে করে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছিল, তখন গায়কের ম্যানেজার নিজেই চালককে সরিয়ে দিয়ে নিজে উত্তাল সমুদ্রে ইয়ট চালাতে শুরু করেন। ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নাকি অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের মদ দিতে বারণ করে নিজেই সাপ্লাই করেছিলেন। শেখরজ্যোতি আরও বলেন, গায়কের যখন নিঃশ্বাস আটকে আসছিল তখন নাকি তাঁর ম্যানেজার বলছিলেন, যেতে দাও যেতে দাও। জুবিনের (Zubeen Garg) মুখ থেকে গ্যাঁজলা উঠতে শুরু করলেও নাকি ম্যানেজার বলেছিলেন, ওটা অ্যাসিড থেকে হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসার কোনও ব্যবস্থাও তিনি করেননি বলে অভিযোগ করেন শেখরজ্যোতি।