স্কুবা ডাইভিং নয়, এই কারণেই মৃত্যু জুবিনের? বিষ্ফোরক তথ্য ফাঁস করলেন স্ত্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর বিষয়টি থেকে এখনও সামলে উঠতে পারেনি সঙ্গীতপ্রেমীরা। শুক্রবার আচমকাই সকলকে চমকে দিয়ে এসে পৌঁছায় জুবিনের (Zubeen Garg) মৃত্যু সংবাদ। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়েই মৃত্যু হয় তাঁর। তার ঠিক আগে কী ঘটেছিল? অবশেষে প্রকাশ্যে আনলেন প্রয়াত গায়কের স্ত্রী।

জুবিনের (Zubeen Garg) মৃত্যু নিয়ে বিষ্ফোরক স্ত্রী

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয় জুবিনের (Zubeen Garg)। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এবার এ বিষয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী। তিনি দাবি করেছেন, স্কুবা ডাইভিং করতে গিয়ে নাকি মৃত্যু হয়নি জুবিনের (Zubeen Garg)।

Zubeen garg wife opened up about his death

কী কারণে মৃত্যু: তিনি বলেন, স্কুবা করতে গিয়ে মৃত্যু হয়নি গায়কের। সে সময়ে আরও দুজন ছিল তাঁর সঙ্গে। তিনজন একসঙ্গেই নেমেছিলেন অ্যাডভেঞ্চার স্পোর্টসে। তাঁরা প্রথমে দ্বীপে ফিরে আসেন। কিন্তু জুবিন (Zubeen Garg) নাকি ফের সাঁতার কাটতে যান। তখনই সম্ভবত মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন : আয় মোটে ৫০ টাকা, এদিকে খরচ ১৫ লক্ষ! বন্যা বিধ্বস্ত মানালিতে গিয়ে ভেঙে পড়লেন কঙ্গনা

এই রোগই কাড়ল প্রাণ: গায়কের স্ত্রী জানান, বহু বছর ধরেই মৃগীর সমস্যায় ভুগছিলেন তিনি। সমুদ্রের জলেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। জুবিনের (Zubeen Garg) মৃত্যু বেশ কিছু প্রশ্নও তুলে দিয়েছে। মৃগী থাকা সত্ত্বেও কেন তাঁকে স্কুবা করার অনুমতি দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

আরও পড়ুন : জি বাংলার পুজো স্পেশ্যাল প্রোমো থেকে বাদ জিতু! দিতিপ্রিয়ার সঙ্গে বিতর্কই কারণ?

জুবিনের অকালমৃত্যুতে শোকের পরিবেশ বলি থেকে টলিতে। বলিউডে তাঁর ডেবিউ ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান দিয়ে, যা তোলপাড় ফেলে দিয়েছিল ইন্ডাস্ট্রিতে। টলিউডে বহু ছবিতে গান গেয়েছিলেন জুবিন। তবে বিতর্কও কম হয়নি তাঁকে নিয়ে। মঞ্চে নেশাগ্রস্ত অবস্থায় গান গাওয়ার জন্যও বিতর্কের সম্মুখীন হয়েছিলেন তিনি একাধিকবার।