‘এফআইআর প্রত্যাহার করুন’, জুবিনের মৃত্যুর পর হাতজোড় করে আর্জি বিধবা স্ত্রীর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। সিঙ্গাপুরে গিয়েছিলেন গিয়েছিল পারফর্ম করতে। কিন্তু সেখানে যে এমন অঘটন ঘটে যাবে তা কেই বা জানত! এর মাঝেই নতুন মোড় কাহিনিতে, জুবিনের (Zubeen Garg) ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামাকানু মহন্তের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। এবার এ বিষয়ে মুখ খুললেন প্রয়াত গায়কের স্ত্রী।

জুবিনের (Zubeen Garg) মরদেহ এসে পৌঁছায় ভারতে

জুবিনের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, জুবিনের (Zubeen Garg) মৃত্যুর ঘটনায় যতগুলি এফআইআর দায়ের হয়েছে, সবগুলি একত্রিত করে সিআইডির হাতে মামলা তুলে দেওয়া হবে। সিঙ্গাপুরে ময়না তদন্ত শেষ হওয়ার পর ভারতীয় দূতাবাসের আধিকারিকদের উপস্থিতিতে গায়কের মরদেহ তাঁর সহকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। শনিবার রাতে দিল্লি আসার পর রবিবার সকালে গুয়াহাটিতে নিয়ে আসা হয় জুবিনের (Zubeen Garg) দেহ।

Zubeen garg wife urged to drop fir

কী অনুরোধ গায়কের স্ত্রীর: এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে কাতর অনুরোধ করেছেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া। ভিডিওতে তিনি বলেন, জুবিনের (Zubeen Garg) অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। সেসব তিনি একা শেষ করতে পারবেন না। তাই ম্যানেজার সিদ্ধার্থের বিরুদ্ধে দায়ের করা এফআইআরগুলি তিনি প্রত্যাহার করার অনুরোধ করেছেন।

আরও পড়ুন : শুরু হতে না হতেই বন্ধ রপ্তানি! পুজোর মুখে পদ্মার ইলিশ নিয়ে ধোঁয়াশা, কী দাবি বাংলাদেশের ব্যবসায়ীদের

ম্যানেজারের পাশে জুবিনের স্ত্রী: তিনি বলেন, জুবিন (Zubeen Garg) বরাবর তাঁর ম্যানেজার সিদ্ধার্থের পাশে দাঁড়িয়েছেন। তাঁকে ছাড়া তিনি কিছু করতে পারবেন না। জুবিনের শেষকৃত্যে তাঁর ম্যানেজারকে যোগ দেওয়ার অনুমতিও দিয়েছেন গায়কের স্ত্রী। সঙ্গে তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, করোনার সময় যখন জুবিনের (Zubeen Garg) স্ট্রোক হয়, তখন সিদ্ধার্থই তাঁদের খাবার, জিনিসপত্র দিয়ে সাহায্য করেছিলেন।

আরও পড়ুন : সবটাই ঘটেছিল পরিকল্পনা মাফিক, কসবা কাণ্ডে মনোজিতের কীর্তি ফাঁস CCTV ফুটেজে! চাঞ্চল্যকর দাবি চার্জশিটে

জুবিনের স্ত্রীর অনুরোধ, তাঁর স্বামী যখন বেঁচে ছিলেন তখন তাঁকে সকলে প্রচুর আশীর্বাদ, ভালোবাসা দিয়েছিলেন। তাঁর শেষকৃত্য শান্তিপূর্ণ ভাবে হোক এটাই চান তিনি। পুলিশ, প্রশাসনও তাঁর সঙ্গে রয়েছে বলে জানান জুবিনের স্ত্রী।