প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেলেন বারুইপুরের মৃত বিজেপি কর্মী সৌমিত্র ঘোষালের পরিবার

Published On:

বাবলু প্রামাণিক, বারুইপুর: ১১ ই সেপ্টেম্বর ২০১৭ বারুইপুর চাম্পাহাটি তে এক বিজেপি কর্মী নাম সৌমিত্র ঘোষাল বিজেপি করার অপরাধে সুপারি গাছের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল কয়েকজন যুবক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে এসে ধরনায় বসেন পুলিশ গ্রেপ্তার করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তিন জনকে এখনো সেই কেসের শুনানি চলছে ইতিমধ্যেই 17 তম লোকসভা নির্বাচনে

আবার দিল্লির মোদি সরকার আগামীকাল আগামীকাল 30 তারিখে নরেন্দ্র দামোদরদাস মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে নিমন্ত্রণ পেয়েছেন চাম্পাহাটি মৃত বিজেপি কর্মীর পরিবার তাই আজ তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন চোখে অনেক স্বপ্ন আর বুক ভরা বেদনা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে ঘোষাল পরিবার মৃত বিজেপি কর্মী সৌমিত্র ঘোষালের দাদা বিশ্বজিৎ ঘোষাল ও বৌদি শিখা ঘোষাল যাচ্ছেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সুযোগ পেলে তারা প্রধানমন্ত্রীকে জানাবেন মোদী ভক্ত সৌমিত্র ঘোষাল যাকে এলাকায় লোকের সর্বহারা বলেই চিনতেন তার স্বপ্ন যাবে বাড়ি একটি রাম মন্দির করতে পারেন ও পাশাপাশি সৌমিত্র ঘোষাল খুনে অভিযুক্তরা যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায়

X