অমিত সরকার
বাংলায় NRC নিয়ে আরও এক ধাপ এগিয়ে সুর সপ্তমে চড়িয়ে শনিবার তিনি জানালেন, ‘বাংলায় এনআরসি হবেই। কারণ বাংলা দিয়েই গোটা দেশে ছড়িয়ে পড়ছে অবৈধ নাগরিক।’ তাঁর দাবি , ‘বাংলার সীমান্ত দিয়েই এদেশে প্রবেশ করছেন বাংলাদেশিরা। তাই বাংলায় এনআরসি হওয়া জরুরি। বৈধ নাগরিকদের খুঁজে নিতেই হবে।’ তিনি আর কেউ নন, কৈলাশ বিজয় বরগীয়।
আশ্বস্ত করারও চেষ্টা চালিয়েছেন তিনি। বলেছেন, ‘এদেশের নাগরিকদের বিদেশি বানানো আমাদের লক্ষ্য নয়। বৈধ নাগরিকরা থাকুন এদেশে। যাঁদের নাগরিকত্বের প্রমাণ নেই, তাঁদেরকে এখনই বিদেশি ঘোষণা করা হচ্ছে না। তাঁরা যাতে নাগরিকত্বের প্রমাণ লাভ করতে পারেন, তার জন্য সমস্তরকমের সহযোগিতা করবে বিজেপি সরকার।’
কিন্তু বংগ রাজনীতি তে কবে চালু হবে এন আর সি,আদোউ হবে কিনা এটা সময় ই বলবে.।তবে আসাম এর রাজনীতি তে যে বড় প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।