বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম ইংল্যান্ড এর ওয়ানডে সিরিজে বারবার আম্পায়ারিং নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচ থেকে শুরু হয়েছে খারাপ আম্পায়ারিং দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও তা অব্যাহত। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। 52 বলে 99 রানের ইনিংস খেলে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান তিনি। বেন স্টোকসের এই দুর্দান্ত ইনিংসের সুবাদে সহজেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
তবে বেন স্টোকস যখন 32 রানের মাথায় ব্যাট করছিলেন সেই সময়ই তিনি আউট হয়ে গিয়েছিলেন। তৃতীয় আম্পিয়ারের ভুলের জন্য তিনি সেই যাত্রায় বেঁচে যান। আর এই দাবি করেছেন খোদ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এছাড়াও এই নিয়ে সোচ্চার হয়েছেন ইয়ান বেল, যুবরাজ সিং, সঞ্জয় মঞ্জরেকরের মত প্রাক্তন ক্রিকেটাররা।
Wow … I would have given that Out … #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 26, 2021
That was out !!! No part of bat was touching over the line . It was just showing that it was over ! Just my opinion !! #IndiavsEngland
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 26, 2021
ইংল্যান্ডের ইনিংসের 26 তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে হালকা করে খেলে দিয়ে দু’রান নেওয়ার চেষ্টা করেন বেন স্টোকস। প্রথম রানের পর দ্বিতীয় রান নেওয়ার সময় কুলদীপ যাদব দুর্দান্ত থ্রো করে উইকেট ভেঙে দেয়। ভারতীয় ক্রিকেটাররা জোরালো আবেদন করে ফিল্ড আম্পায়ারর সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। তৃতীয় আম্পায়ার ভিডিও দেখার পর ভারতীয় ক্রিকেটারদের সিদ্ধান্ত নাকচ করে দেন কিন্তু সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বেন স্টোকসের ব্যাট ক্রিজে ঢোকেনি। আর এই নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।