বাংলা হান্ট ডেস্ক: অনেকেই নিতান্ত শখের বশেই পুরনো টাকার নোট জমিয়ে থাকেন। আর এবার সুদূর লন্ডনে (London) নিলামে (Auction) উঠতে চলেছে ১০৬ বছরের পুরনো (106 Years Old) দু’দু দুটি বিরল ভারতীয় নোট (Indian Note)। বিশেষজ্ঞদের দাবি একই রকম দেখতে এই বিরল ১০ টাকার নোট ইতিপূর্বে আর কখনও দেখা যায়নি। জানা যাচ্ছে ওই নোট দুটি তৈরি হয়েছিল ১৯১৮ সালে। সেই সময় নোটগুলি লন্ডনে ছাপানো হলেও যে জাহাজে করে নোটগুলি ভারতে আসছিল সেই নোটভর্তি জাহাজটি ডুবে গিয়েছিল।
সম্প্রতি সেই এসএস শিরালার জাহাজের ধ্বংসাবশেষ থেকে ওই বিরল দুটি দশ টাকার নোট উদ্ধার করা হয়েছে। যার ওপর স্পষ্ট ছাপ রয়েছে ১৯১৮ সালের ২৫ই মে-র অর্থাৎ ওই বছরের ২৫ মে তৈরি হয়েছিল ওই নোটগুলি। জানা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক নোট বিক্রির অংশ হিসেবে এই নোটগুলি এবার নিলামে ওঠাবে লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম হাউস। অনুমান করা হচ্ছে, এই দুই নোটের দাম উঠতে পারে ২ কোটি ১১ লাখ ৬৫৮ টাকা থেকে ২কোটি ৭৫ হাজার ১৫৫ টাকার মধ্য়ে।
জানা যায় সেসময় জার্মান ইউ-বোটের সঙ্গে ধাক্কা লেগে ১৯৯৮ সালের ২ জুলাই ডুবের গিয়েছিল এই এস এস শিরালার জাহাজটি। সম্প্রতি সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকেই পাওয়া ওই বিরল দুই ভারতীয় ১০ টাকার নোট। আগামী ২৯ মে বুধবার সকাল থেকেই শুরু হবে এই নোটের নিলাম।
এপ্রসঙ্গে নুনানসের বিশ্বব্যাপী নিউমিসমেটিক্সের প্রধান থমাসিনা স্মিথ জানিয়েছেন, ওই জাহাজটিতে অন্য়ান্য জিনিসপত্রের সঙ্গেই ছিল বান্ডিল বান্ডিল ১০ টাকার নোট। সেই সময় জার্মান ইউ বোটের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেলেও অনেক নোট পাড়ে ভেসে উঠেছিল। সেগুলির মধ্য়ে যেমন স্বাক্ষর বিহীন ৫ এবং ১০ টাকার নোট ছিল পাশাপাশি স্বাক্ষরযুক্ত ১ টাকার নোটও ছিল। যদিও পরে কর্তৃপক্ষ এগুলিকে নষ্ট করে দিয়েছিল। কারণ তত ততদিনে পুরনো নোট বাতিল করে নতুন নোট ছাপানো হয়ে গিয়েছিল। তারপরেও বেশ কয়েকটি নোট থেকে যায়। যা আজকের দিনে একেবারে বিরল।
আরও পড়ুন: এই কিশোর হবেন ‘সহস্রাব্দের প্রথম সন্ত’! পোপো ফ্রান্সিস দিলেন অলৌকিক মহিমার স্বীকৃতি
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সোশ্যাল মিডিয়ায় ১৯১৮ সালের জাহাজ ডুবির কথা উল্লেখ করার পরেই প্রকাশ্যে আসে ওই বিরল নোটগুলি । সবচেয়ে আশ্চর্যের বিষয় ১০৬ বছরের পুরনো হলেও ১০ টাকার নোটগুলি আজও একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। আসলে সেই সময়ে এই নোটগুলি উন্নত মানের কাগজের উপরে ছাপা হয়েছিল, এই কারণেই সম্ভবত এখনও এই নোটের সংখ্যাগুলি স্পষ্ট রয়েছে।
https://twitter.com/ravindraJourno/status/1794414583517712889
তবে মনে করা হচ্ছে এই ১০ টাকার নোটগুলি বান্ডিলের মাঝে ছিল, সেই কারণেই এই নোটগুলি নষ্ট হয়নি বা জলের সংস্পর্শে এসে মুছে যায়নি। আর ওই দুটি দশ টাকার নোটের ক্রমিং সংখ্যাও রয়েছে পরপর। শুধু ১০ টাকার নোট নয় ,ওয়ার্ল্ড ব্যাংক নোট এর নিলামে উঠবে ব্রিটিশ আমলের ভারত সরকারের ১০০ টাকার নোটও। অনুমান করা হচ্ছে সেই নোটের দাম হতে চলেছে ভারতীয় মুদ্রায় ৪ লাখ ৬৫ হাজার ৬৪৭ টাকা থেকে ৫ লাখ ২৯ হাজার ১৫৪টা কার মধ্য়ে দাম উঠবে এগুলির।