বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগেই মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে (Palghar) দুই সাধু এবং তাঁদের ড্রাইভারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার খবর সামনে এসেছিল। যার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশেই। বিনা কারণে সন্দেহবশত হত্যা করা এই সাধুদের মৃত্যুতে গ্রেপ্তারও করা হয়েছিল ১৫৬ জন ব্যক্তিকে। চলছিল মামলার কাজ।
করোনা পজেটিভ আসামীরা
পুলিশ সূত্রে জানা যায়, পালঘরের থানায় কিছু কাজ হওয়ার কারণে দোষীদের বিভিন্ন থানায় স্থানান্তিরত করা হয়। তবে পুলিশ লকাপে আটক ১৭ জন আসামীর শারীরিক অসুস্থতার কারণে তাঁদের করোনা পরীক্ষা করা হয়। ১১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে এবং বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
পালঘর মামলা
২০২০ সালের ১৬ ই এপ্রিল রাতে গুরুদেবের শেষকৃত্যে যোগ দেবার জন্য গাড়ি করে রওনা দিয়েছিল ৩ ব্যক্তি। রাতের অন্ধকারে গ্রামবাসি তাঁদের বাচ্চা চোর সন্দেহে আটক করে, মারধর করতে শুরু করে। উত্তেজিত গ্রামবাসির হাতে মার খেয়ে প্রাণ হারায় ওই তিন জন। এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে চারিদিকে। মৃত ৩ জনের মধ্যে ২ জন ছিলেন সাধু, ৭০ বছর বয়সী মহারাজ কল্পবিকশগিরি এবং ৩৫ বছর বয়সী সুশীলগিরি মহারাজ। তাঁদের গাড়ির চালক হলেন ৩০ বছর বয়সী নিলেশ তেলগাদে।
বাকিদের পরীক্ষা চলছে
এই ঘটনার পরবর্তীতে ৩৫ জন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছিল। এবং ঘটনার জেরে ১৫৬ জন গ্রামবাসিকেও গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি অল ইন্ডিয়া সাধু কমিটির তরফ থেকে ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লেখা হয়েছিল। এবার সেই আসামীদের মধ্যে ১১ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। বাকিদেরকেও পরীক্ষা করা হচ্ছে। আক্রান্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সংস্পর্শে আসা মানুষজনকেও চিহ্নিত করা হচ্ছে।