কলকাতায় ১৩ জনের বিরুদ্ধে ১১ হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ! রয়েছেন এক প্রাক্তন মন্ত্রীও

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় (Kolkata) বারংবার প্রকাশ্যে উঠে আসছে ব্যাঙ্ক প্রতারণার (Bank Fraud) ঘটনা। একের পর এক এক সংস্থার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, শহর জুড়ে চলছে তল্লাশি। এরই মধ্যে এবার ফের একবার বড়সড় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠল শহরের ১৩ জনের বিরুদ্ধে। ব্যাঙ্ক প্রতারণার এই ঘটনায় অভিযুক্তদের কয়েকজনের নাম আছে কয়লা খনি বণ্টনে বেনিয়মের মামলাতেও। চাঞ্চল্যকরভাবে সেই ১৩ জনের তালিকায় নাম রয়েছে প্রাক্তন এক কেন্দ্রীয় মন্ত্রী (Former Minister) তথা রাজ্যসভার সদস্যেরও। ইতিমধ্যেই, সূত্রের ভিত্তিতে শহরের একটি আদালতে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

সূত্রের খবর, এই ব্যাঙ্ক প্রতারণার অঙ্ক প্রায় ১১ হাজার কোটি কোটি টাকা। জানা গিয়েছে, ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় অভিযুক্তরা সি পাওয়ার লিমিটেড নামে একটি বেসরকারি কোম্পানির প্রমোটর এবং ডিরেক্টর। তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সিবিআই তরফে খবর, প্রায় দশ বছর আগে একাধিক ব্যাঙ্ক থেকে ওই কোম্পানির নামে ঋণ নেওয়া হয়েছিল । ২০টি ব্যাঙ্কের কনসোর্টিয়াম থেকে মঞ্জুর করা হয় ওই ঋণ। যার মোট অঙ্ক ছিল ৪০৩৮ কোটি টাকা। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল কনর্সোটিয়ামের লিড ব্যাঙ্ক। ওই ব্যাঙ্ক থেকে মঞ্জুর করা হয় বেশিরভাগ অর্থ। সুদ আসল সব মিলিয়ে ব্যাঙ্কগুলির প্রাপ্য অর্থের পরিমান গিয়ে দাঁড়িয়েছে ১১ হাজার কোটি টাকায়। ব্যাঙ্ক তরফে অভিযোগ, ওই বিপুল পরিমান অর্থ তছরুপ করা হয়েছে।

cbi

প্রায় ৫ বছর আগে, ২০১৭ সালে ঋণ না মেটানোর দায়ে কনসর্টিয়ামের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানো হয়। এরপরই সিবিআই মামলার তদন্ত শুরু করে। সেইমত ব্যাঙ্কের আধিকারিক সহ বেসরকারি কোম্পানিটির প্রমোটার-ডিরেক্টরদের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অভিযুক্তদের মধ্যে দু’জনকে আগে অন্য একটি ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এবার ফের চলতি সপ্তাহে সিবিআই ওই দু’জন সহ আরও ১১জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সেইমতই চলছে তদন্ত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর