বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের শাহডল থেকে এক ভয়ানক খবর সামনে আসছে। সেখানে মেডিক্যাল কলেজে চিকিৎসারত ৬ জন করোনা রোগী অক্সিজেনের অভাবের কারণে প্রাণ হারিয়েছেন। তাঁরা সবাই ICU তে ভরতি ছিলেন। এই ঘটনা শনিবার রাত ১২টা নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, অক্সিজেনের কারণে রোগীরা ছটফট করছিল, সকাল হতে হতে ৬ জন প্রাণ হারান। এরপর হাসপাতালে চাঞ্চ্যলকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন খবর পাওয়া যাচ্ছে যে, আর ৬ জন রোগী অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন।
খবর প্রকাশ্যে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ রাত থেকেই অক্সিজেনের সিলেন্ডারের ব্যবস্থা করতে জুটে যায়। প্রশাসনিক আধিকারিকরা মধ্য রাতেই হাসপাতালে পৌঁছান। যতক্ষণ সিলেন্ডারের বন্দোবস্ত করা হত, ততক্ষণে ৬ জনের প্রাণ চলে গিয়েছিল। রবিবার সকাল ৬টা নাগাদ আরও ৬ জনের প্রাণ যায়।
আপনাদের বলে রাখি, এর আগে মধ্যপ্রদেশের জব্বলপুরে অক্সিজেন কম থাকার কারণে ৫ জন রোগীর মৃত্যু হয়েছিল। তাঁদের সবাইকেই ভেন্টিলেটরে রাখা হয়েছিল।
শাহডোল মেডিক্যাল কলেজের ডীন মিলিন শিরোকর ৬ জনের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত ৬২ জন রোগীর অবস্থা শোচনীয় ছিল। রাতে অক্সিজেনের অভাব দেখা দেয়। এরপর রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যতক্ষণে সিলেন্ডারের বন্দোবস্ত করা হয়েছিল, ততক্ষণে ৬ জনের প্রাণ চলে গিয়েছিল।