BJP শিবিরে বড় ভাঙন! পদ্ম ত্যাগ IT সেলের প্রধান সহ ১৩ নেতার

বাংলা হান্ট ডেস্ক : দাক্ষিণাত্যে মাটি হারাচ্ছে বিজেপি (BJP)। উত্তর-পূর্বের তিন রাজ্যে সাফল্যের মধ্যেই বিজেপির জন্য রইল হতাশা। তামিলনাড়ুতে (Tamilnadu) দল ছাড়ছেন একের পর এক পদ্ম নেতা। তারা সকলেই যোগ দিচ্ছেন বিজেপিরই জোটসঙ্গী এআইএডিএমকে (AIADMK)-তে। এর জেরেই ফের দুই জোটসঙ্গীর মধ্যে আবার শুরু হল রেষারেষি।

কয়েক দিন আগে তামিল বিজেপির শীর্ষ নেতা এবং আইটি সেলের প্রধান সিটিআর নির্মল কুমার এআইএডিএমকে-তে যোগ দেন। সেই সঙ্গে আইটি সেলের সম্পাদক দিলীপ কান্নান, ওবিসি শাখার সম্পাদক জ্যোথি, এবং দুই মহিলা মোর্চার নেত্রীও যোগ দিয়েছেন জয়ললিতার দলে। গতকাল বুধবার আরও ১৩ জন প্রথম সারির নেতা বিজেপি ছেড়ে এআইএডিএমকে-তে যোগ দিলেন। পরিস্থিতি যা তাতে লোকসভার আগে দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে ভাঙন রোখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের জন্য।

   

এখানেই শেষ নয়, আগামী দিনে আরও একাধিক নেতা যোগ দিতে পারেন তামিলনাড়ুর প্রধান বিরোধী দলে। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আর সেটা নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে চলছে চূড়ান্ত ঝামেলা। বিজেপির অভিযোগ, এআইএডিএমকে নেতা পালানিস্বামী জোটধর্ম পালন করছেন না। জোটসঙ্গীর ঘোর ভাঙিয়ে বিজেপি নেতৃত্বের বিশ্বাস ভেঙেছেন। স্থানীয় বিজেপি নেতারা মনে করছেন, এবার এআইডিএমকের সঙ্গে জোট ভেঙে দেওয়া উচিত বিজেপির।

modi shah 2

২০২১ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এআইডিএমকে এবং বিজেপি জোট করে নির্বাচনে লড়েছে। তারপর থেকে সেই জোট এখনও বজায় রয়েছে। কিন্তু এবার রাজ্য বিজেপি দলে ভাঙন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। ভাঙন যদি রোধ না করা যায়, বা এআইএডিএমকের সঙ্গে জোট যদি ভেঙে যায়, তাহলে দক্ষিণের রাজ্যটিতে বিরাট ধাক্কা খাবে বিজেপি শিবির।

আজ থেকে ঠিক ২ বছর আগে আসন বণ্টন নিয়ে মনোমালিন্যের জেরে এডিএমকে-বিজেপির সঙ্গ ছাড়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়কান্তের নেতৃত্বাধীন ডিএমডিকে। তামিলনাড়ু নির্বাচনের আগে এভাবে জোট সঙ্গী ছেড়ে চলে যাওয়াতে বড় ধাক্কা পায় এডিএমকে-বিজেপি জোট। আর এখন বিজেপি থেকেই নেতারা এআইডিএমকে যোগ দেওয়ায় তামিলনাড়ুতে পতনের মুখে বিজেপি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর