বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠলেও বিষ্ণুপুরে পদ্ম ফুটিয়েছিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে পরাজিত করে পুনরায় সাংসদ হন তিনি। এবার তাঁর দীর্ঘ ১৪ বছরের লড়াই সার্থক হল। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেকথা জানিয়েছেন বিজেপি (BJP) নেতা নিজে।
‘স্বপ্ন আজ পূরণ হল’: সৌমিত্র খাঁ (Saumitra Khan)
এদিন নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও শেয়ার করেন বিষ্ণুপুরের সাংসদ। সেখানে দেখা যাচ্ছে, রেললাইন (Indian Railways) দিয়ে যাচ্ছে একটি মালবাহী ট্রেন। লাইনের দু’ধারে দাঁড়িয়ে একাধিক মানুষ। ভিডিওর ওপর লেখা, আজ, এই প্রথম জয়রামবাটিতে এসে হাজির হল মালবাহী ট্রেন।
এই ভিডিও শেয়ার করে সৌমিত্র খাঁ লিখেছেন, ‘২০১১ সাল থেকে আমার যেটার জন্য লড়াই ছিল, সেই স্বপ্ন আজ পূরণ হল। জয় মা সারদার জয়। জয় বাবা রামকৃষ্ণের জয়। জয় জয়রামবাটির জয়। কোতুলপুর বিধানসভার সকল মানুষের জয়। জয় বিষ্ণুপুর লোকসভার মানুষের জয়’।
আরও পড়ুনঃ DA অতীত! এবার নতুন দাবি রাজ্য সরকারি কর্মীদের! চাপ বাড়ল সরকারের?
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও যখন বাঁকুড়া-মশাগ্রাম রেললাইনকে (Railway) বর্ধমান কর্ড শাখার সঙ্গে যুক্ত করার কাজ প্রায় সম্পন্ন হওয়ার কথা জানা গিয়েছিল, সেই সময়ও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। দীর্ঘ ৯ বছরের লড়াই সার্থক হল, সেই সময় জানিয়েছিলেন তিনি।
সৌমিত্র খাঁ (Saumitra Khan) সেবার বলেছিলেন, ‘সফলতার চাবিকাঠি একাগ্রতা ও কঠোর পরিশ্রম। বাঁকুড়া, বিষ্ণুপুর, জঙ্গলমহলের মানুষের এটা দীর্ঘ দিনের দাবি ছিল, সেটা আজ সম্পন্ন হল। আজ আমি খুব আনন্দিত। আমার ৯ বছরের দীর্ঘ লড়াইয়ের সফলতা পেলাম। কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ বিষ্ণুপুর লোকসভাবাসীর স্বপ্ন তথা আমার স্বপ্ন পূরণ হতে চলেছে’। এবার জয়রামবাটিতে প্রথমবারের জন্য মালবাহী ট্রেন এসে পৌঁছনোর পর ফের নিজের আনন্দ জাহির করেন তিনি। দীর্ঘ ১৪ বছরের লড়াই সফল হল, জানালেন বিজেপি সাংসদ।