বাংলা হান্ট ডেস্ক: গত মে মাসে ভারত (India) ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুধু তাই নয়, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানে আক্রমণ করেছিল। এই ক্ষেপণাস্ত্রের সাফল্যের পর, সমগ্র বিশ্ব এখন এর শক্তি স্বীকার করছে। এই কারণেই অপারেশন সিঁদুরের পর অন্তত ১৪-১৫ টি দেশ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে বলেও জানা গিয়েছে।
কী জানিয়েছেন দেশের (India) প্রতিরক্ষামন্ত্রী?
ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত রবিবার বলেছেন যে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র অপারেশন সিঁদুরে সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর থেকেই একাধিক দেশ এই ক্ষেপণাস্ত্রের প্রতি আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি, প্রতিটি দেশই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে চায় বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “মাত্র কয়েকদিন আগে আমি লখনউতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং সেন্টার উদ্বোধন করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র অপারেশন সিঁদুরে চমৎকার কাজ করেছে। শুধু তাই নয়, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফলতার ঘটনার পর, বিশ্বের প্রায় ১৪-১৫ টি দেশ ভারতের (India) কাছ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে”।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে, “ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এখন লখনউ থেকেও রফতানি করা হবে। আমি বিশ্বাস করি, এই সুবিধাটি প্রতিরক্ষা সেক্টরে আমাদের দেশের (India) আত্মনির্ভরতাকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থানও তৈরি করবে। আমার প্রচেষ্টা হল এখানে আরও শিল্প আনা। যাতে লখনউয়ের পাশাপাশি সমগ্র রাজ্যটিও দ্রুত বিকাশ লাভ করতে পারে।”
আরও পড়ুন: বিদেশের মাটিতে সফলতার শিখরে বাঙালি স্থপতি! মার্কিন মুলুকে দৃষ্টান্ত গড়লেন উত্তর কলকাতার সৃঞ্জয়
ব্রহ্মোস কোনও ক্ষেপণাস্ত্র নয় বরং আত্মবিশ্বাসের প্রতীক: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান যে, ব্রহ্মোস এখন কোনও ক্ষেপণাস্ত্র নয় বরং ভারতের সামরিক আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। অপারেশন সিঁদুরে এর পারফরম্যান্স দেখে বিশ্ব অবাক হয়েছে। ভারত (India) এখন আর কেবল ডিফেন্স ইম্পোর্টার নয়, বরং বিশ্বব্যাপী ডিফেন্স এক্সপোর্টার হয়ে উঠছে।
আরও পড়ুন: “প্রতিবেশী দেশ হিসেবে…”, গালওয়ান সংঘর্ষের পর প্রথম চিন সফরে বিশেষ বার্তা দিলেন জয়শঙ্কর
পরিকাঠামোর কারণে ঐতিহাসিক পরিবর্তন ঘটছে: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন যে, শক্তিশালী আইন-শৃঙ্খলা এবং দুর্ধর্ষ পরিকাঠামোর জোরে উত্তরপ্রদেশ আরও বেশি সংখ্যক শিল্পকে আকর্ষণ করছে। তিনি বলেন, “পরিকাঠামোতে ঐতিহাসিক পরিবর্তন ঘটছে। এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিমানবন্দর, মেট্রো, মেডিক্যাল কলেজ, এগুলি সবই উন্নয়নের এক নতুন চিত্র তুলে ধরছে।” তাঁর মতে, “দেশের নিরাপত্তায় উত্তরপ্রদেশের বিরাট অবদান রয়েছে। আমি আগেও এটা বলেছি এবং আজও আমার মনে হয় যে, অন্তত উত্তরপ্রদেশের মাটিতে কোনও অপরাধী নির্ভয়ে চলাফেরা করার সাহস করতে পারে না।”