বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে (India) করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৮১ হাজার ৯৭০ হয়ে গেছে। মোট সক্রিয় মামলা হল ৫১ হাজার ৪০১। শুক্রবার স্বাস্থ আর পরিবার কল্যাণ মন্ত্রালয় দ্বারা জারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ২ হাজার ৬৪৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গোটা দেশে এখনো পর্যন্ত ২৭ হাজার ৯১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট রোগীর মধ্যে ১১১ জন বিদেশী। শুক্রবার জারি পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬৭ টি নতুন মামলা পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের।
এখনো পর্যন্ত আন্দামান নিকোবরে ৩৩, অন্ধ্র প্রদেশে ২২০৫, অরুণাচল প্রদেশের ১, অসমে ৮৭, বিহারে ৯৯৪, চণ্ডীগড়ে ১৯১, ছত্তিসগড়ে ৬০, দাদর-নগর হাবেলি ১, দিল্লী ৮৪৭০, গোয়া ১৪, গুজরাট ৯৫৯১, জম্মু কাশ্মীর ৯৮৩, ঝাড়খণ্ড ১৯৭, কর্ণাটক ৯৮৭, কেরল ৫৬০, লাদাখ ৪৩, মধ্য প্রদেশ ৪৪২৬, মহারাষ্ট্র ২৭৫২৪, মণিপুর ৩, মেঘালয় ১৩, মিজোরাম ১, উড়িষ্যা ৬১১, পডুচেরি ১৩, পাঞ্জাব ১৯৩৫, রাজস্থান ৪৫৩৪, তামিলনাড়ু ৯৬৭৪, উত্তরাখণ্ড ৭৮, উত্তর প্রদেশ ৩৯০২, পশ্চিমবঙ্গে ২৩৭৭, ত্রিপুরা ১৫৬, তেলেঙ্গানা ১৪১৪ আর হিমাচল প্রদেশ থেকে ৫৯ টি মামলা সামনে এসেছে।