২০২৬ ফিফা বিশ্বকাপের ১৬টি ভেন্যু ঘোষণা করলো FIFA

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় সময় শুক্রবার ভোরে ২০২৬ বিশ্বকাপের ভেন্যু প্রকাশ্যে আনলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। উত্তর আমেরিকার কয়েকটি দেশ মিলিয়ে যে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করা হবে তা সকলেই জানতো। কিন্তু কোন কোন দেশ সেই তালিকায় থাকবে তা এতদিন জানা ছিল না।

২০২৬ বিশ্বকাপে ৪৮ টি দেশ অংশ নেবে। তাই ৪৮ টি দেশের জন্য মোট তিনটি দেশের মোট ১৬ টি মাঠ নির্বাচন করা হয়েছে যেখানে কাতার বিশ্বকাপের জন্য মাঠ নির্বাচন করা হয়েছে ৮ টি মাঠ। এই বিশ্বকাপ বিশেষ হতে চলেছে আরও একটি বিশেষ কারণে। কারণ ২০০২ সালের পর প্রথমবার একের বেশি দেশে বিশ্বকাপ আয়োজন করা হবে।

এর আগে উত্তর আমেরিকায় শেষবার বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ১৯৯৪ সালে। সেবার লস অ্যাঞ্জেলসের রোজ বোল স্টেডিয়ামে সেই বিশ্বকাপের ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল। সেইবার লস অ্যাঞ্জেলসে ইতালিকে হারিয়ে নিজেদের চতুর্থ বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। তবে এবার রোজ বোল স্টেডিয়ামের বদলে সোফি স্টেডিয়ামকে ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে।

২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত শহরগুলি হলো:
• নিউ জার্সি/নিউ ইয়র্ক
• লস অ্যাঞ্জেলস
• ডালাস
• সান ফ্রান্সিসকো
• মিয়ামি
• আটলান্টা
• সিয়াটল
• হোস্টন
• ফিলাডেলফিয়া
• ক্যান্সাস সিটি
• মিসৌরি
• বোস্টন
• গুয়াদালাজারা
• মেক্সিকো সিটি
• মন্টেইরি
• ভ্যাঙ্কুভার
• টরেন্টো


Reetabrata Deb

সম্পর্কিত খবর