শিয়ালদহর পর এবার হাওড়া! টানা ১০ দিন বাতিল ১৬৬ লোকাল, ৬৪ টি এক্সপ্রেস ট্রেন, দেখুন লিস্ট

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি শিয়ালদহ (Sealdah) শাখায় কাজ চলার জন্য চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় লোকাল ট্রেনের (Indian Railways) নিত্যযাত্রীদের। ঠিক এই আবহেই এবার ফের শতাধিক লোকাল ট্রেন বাতিলের বিষয় সামনে এল। যদিও, এবার শিয়ালদহ শাখায় নয় বরং, হাওড়ার (Howrah) দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) শাখায় এই বিপুলসংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, কবে থেকে এবং কতদিন পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল থাকবে সেই প্রসঙ্গেও আপডেট সামনে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দক্ষিণ-পূর্ব রেলের শতাধিক লোকাল এবং বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন আগামী ২২ জুন থেকে আগামী মাসের একদম প্রথম অর্থাৎ ১ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দক্ষিণ-পূর্ব রেলের আন্দুল স্টেশনে আগামী ২২ জুন থেকে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে। আর এই কারণেই সংশ্লিষ্ট শাখায় টানা ১০ দিন ধরে বাতিল থাকবে শতাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন। এদিকে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে নিত্যযাত্রীদের যে তুমুল ভোগান্তির সম্মুখীন হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

166 local, 64 express trains cancelled for 10 consecutive days.

একাধিক এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন: জানিয়ে রাখি যে, আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ১০ দিনের জন্য ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে পরিবর্তন আনা হবে। এর পাশাপাশি, ৮ জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় বদল হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। মূলত, হাওড়া-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, নয়াদিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। এর পাশাপাশি, একাধিক মেইল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ এবং গন্তব্য পরিবর্তন করা হচ্ছে।

আরও পড়ুন: পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া কনফার্ম! এবার সহজেই মিলবে ট্রেনের টিকিট, বিরাট পদক্ষেপ রেলের

বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে শতাব্দী এক্সপ্রেস থেকে শুরু করে জনশতাব্দী এক্সপ্রেস, কাণ্ডারী এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস এবং আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল থাকছে।

আরও পড়ুন: পূর্ব রেলে ফের ভোগান্তি, ভাঙা হবে আস্ত ব্রিজ! দুর্ভোগের আশঙ্কায় সাধারণ মানুষ

বাতিল ১৬৬ টি লোকাল ট্রেন: জানিয়ে রাখি, আন্দুলে এই নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের ১৬৬ টি লোকাল ট্রেন সহ হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছেড়ে আসা ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে মেদিনীপুর থেকে শুরু করে খড়গপুর, পাঁশকুড়া মেচেদা এবং আমতা রুটের নিত্যযাত্রীরা প্রবল দুর্ভোগের সম্মুখীন হতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর