বাংলা হান্ট ডেস্ক: আজ অকাল কালবৈশাখীতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও! এমনই ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার কলকাতা-সহ দক্ষিণের আটটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে কেবল আজই নয়, দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কোথায় কোথায় দুর্যোগ? রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। কলকাতা সহ একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এই আট জেলা ছাড়াও দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামীকাল চলবে দুর্যোগ। সোমবার দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। সোম ও মঙ্গল দুদিনই জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট।
এরপর বুধবারের জন্য দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার ঝোড়ো হাওয়া বইবে। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! সোমবারই কপাল খুলবে রাজ্য সরকারি কর্মীদের? DA নিয়ে বিরাট আপডেট
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ। এছাড়া উত্তরের অন্য জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।