লক ডাউন মানতে না চেয়ে মিছিল আমেরিকায়, অবাক অন্য দেশবাসী

লক ডাউন না চেয়ে মিছিল আমেরিকায়, তাই আমেরিকার জনগন আর লক ডাউন মানতে না পেরে রুখে দাঁড়িয়েছে। বিশ্বে এই প্রথম শিক্ষিত দেশে এই অবস্থা দেখে তাজ্জব অনেকেই। প্রায় সায়ত্রিশ হাজার মানুষ মারা গেছে এই রোগে। আর লক ডাউন না মেনে মানুষের এই ভুল কেউ মেনে নিতে পারছে না। মিশিগান,ওহিয়ো, কেনটাকি এই সবাই স্থানে মানুষ এখন চিনতায় দিন কাটাচ্ছে।

করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

corona 1 1

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে।

চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।

সম্পর্কিত খবর