টাকা নিয়ে মেয়ে সহ ১৯ জনকে চাকরি! শিক্ষা কেলেঙ্কারিতে নাম আরও এক তৃণমূল নেতার

বাংলা হান্ট ডেস্ক : ফের টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। এবার তৃণমূলের একটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নামে পোস্টার পড়ল তার এলাকায়। শুক্রবার সকালে বারুইপুরের (Baruipore) সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায় এই পোস্টার। ওই পোস্টারে দাবি করা হয়, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশচন্দ্র মণ্ডল নিজের মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। শুধু তাই না, সঙ্গে আরও অন্তত ১৮ জনকে মোটা টাকার বিনিময়ে চাকরি করে দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা যায়। সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা এই পোস্টার কারা সেঁটেছে তার খোঁজ মেলেনি। পোস্টারে দাবি করা হয়েছে, নিজের মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন প্রকাশচন্দ্র মণ্ডল। সঙ্গে অন্তত ১৮ জনকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন তিনি।

   

tmc ,

অভিযোগ অস্বীকার করে প্রকাশবাবু বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। যাদের আমি চাকরি দিয়েছি বলে দাবি করা হচ্ছে তাদের কাউকেই আমি চিনি না। এর আগেও নিয়োগ দুর্নীতির নানা অভিযোগ উঠে আসে দক্ষিণ ২৪ পরগনা থেকে। সম্প্রতি তৃণমূল নেতা উত্তম চট্টোপাধ্যায়ের ভাই সাদা খাতা জমা দিয়ে গ্রুপ ডির চাকরি পেয়েছেন বলে অভিযোগ তুলে পোস্টার সাঁটে ডিওয়াইএফআই।

রাজ্যের মন্ত্রীর নাম করে ICDS এ চাকরি দেওয়ার নাম করে দুই বোনের কাছ থেকে ১৬ লাখ টাকা প্রতারণার অভিযোগ ওঠে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর সদরের তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলা সম্পাদকের (TMC Jai Hind Bahini District Secretary) বিরুদ্ধে। অভিযোগ, প্রাপ্য টাকা ফেরত চাইতে গেলে পালটা অভিযোগকারী মহিলার ওপর চড়াও হন ওই তৃণমূল নেতা। প্রকাশ্য দিবালাকে এক মহিলাকে মারধর করায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদে গণধোলাই দেয় ওই তৃণমূল নেতাকে। খবর পেয়ে পুলিশ এসে আটক করে নিয়ে যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা৷

Avatar
Sudipto

সম্পর্কিত খবর