বাংলা হান্ট ডেস্ক: সারা দেশ জুড়ে এখন চলছে উৎসবের মরশুম। চারদিকে আলোর রোশনাই আর আনন্দের আবহাওয়া। এই আনন্দকে আরো বাড়িয়ে দিতে কেন্দ্রের তরফ থেকে দেওয়া হলো একটি নজর কাড়া উপহার। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পেট্রোল ডিজেলের উৎপাদন এর জন্য অতিরিক্ত শুল্ক ২ টাকা করে নেওয়া হবে অক্টোবর মাসে অর্থাৎ চলতি মাসের পহেলা তারিখ থেকে। কিন্তু এই দিনটি পিছিয়ে দেওয়া হল আরও এক মাস। অর্থাৎ পয়লা অক্টোবরের পরিবর্তে পয়লা নভেম্বর থেকে এই অতিরিক্ত উৎপাদন শুল্ক লাগু হবে বলে জানানো হয়েছে অর্থ মন্ত্রকের তরফ থেকে দেওয়া একটি বিশেষ বিজ্ঞপ্তিতে।
উৎপাদন শুল্কের ওপর এই দুটা পাহাড়ে অতিরিক্ত শুল্ক নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চলতি বছরে ফেব্রুয়ারি মাসে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত ফেব্রুয়ারি মাসেই বাজেট পেশ করার সময় জানিয়েছিলেন যে, যেসব পেট্রোলের সাথে ইথানল এবং বায়োগ্যাস মেশানো হয় না সেই সব জ্বালানির উপর অতিরিক্ত উৎপাদন শুল্ক নেওয়া হবে চলতি বছরের পহেলা অক্টোবর তারিখ থেকে। কিন্তু এই সিদ্ধান্তেই নতুন পরিবর্তন এসেছে। নতুন পেশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নিয়ম লাগু হবে চলতি বছরে নভেম্বর মাস থেকে।
এই সিদ্ধান্ত গ্রহণ কালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন , ” জ্বালানির মিশ্রণ করা দেশের অগ্রাধিকার। দেশের উচিত জ্বালানির মিশ্রণের প্রচেষ্টাকে দেশের স্বার্থে উৎসাহিত করা। তাই ও মিশ্রিত জ্বালানির ক্ষেত্রে প্রতি লিটারে দুই টাকা হারে অতিরিক্ত শুল্ক নেওয়া হবে।
গত শুক্রবার অর্থাৎ গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, খুচরো বিক্রয় করার অ মিশ্রিত পেট্রোল অর্থাৎ যার সাথে ইথানল বা মিথানল কোনোটি মিশ্রিত নেই সেগুলির ওপর প্রতি লিটারে এক টাকা ৪০ পয়সার পরিবর্তে আগামী নভেম্বর মাসের পহেলা তারিখ থেকে ৩.৪০ টাকা অতিরিক্ত শুলকো নেওয়া হবে।