বাংলা হান্ট ডেস্কঃ সোমবার জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে জঙ্গিরা গ্রেনেড হামলা করে। এই জঙ্গি আক্রমণে ২০ এর থেকে বেশি নাগরিক আহত হয়েছে, আর একজনের মৃত্যু হয়েছে। সেনা আর পুলিশ এলাকা ঘিরে জঙ্গিদের তল্লাশি অভিযান শুরু করেছে, আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জঙ্গিরা সোমবার শ্রীনগরের মৌলানা আজাদ মার্গে গ্রেনেড হামলা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালায়। এই হামলায় ২০ জনের বেশি আহত হয়েছেন। আর একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি উত্তর প্রদেশের সাহারানপুর এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। মৃত ব্যাক্তি উপত্যকায় খেলনা বিক্রি করার কাজ করত। যদিও এখনো পর্যন্ত এই নিয়ে কোন অফিসিয়াল ঘোষণা হয়নি।
#UPDATE Jammu and Kashmir: 15 people injured in a grenade attack in a market on Maulana Azad Road in Srinagar. https://t.co/LYAa5UHght pic.twitter.com/ic4LuXq8g4
— ANI (@ANI) November 4, 2019
জঙ্গিরা লাগাতার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজ করে চলেছে। এর আগে ২৯ অক্টোবর কাশ্মীরের অনন্তনাগের বারামুলা সেক্টরে জঙ্গিরা আক্রমণ করেছিল। জঙ্গিদের ওই হানায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকার পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাঁরা সকলেই রুজি রুটির সন্ধানে কাশ্মীরে গেছিল।
Jammu and Kashmir: 10 injured in a grenade attack in a market on Maulana Azad Road in Srinagar. pic.twitter.com/VSHDdZSuBR
— ANI (@ANI) November 4, 2019
জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত জঙ্গিরা আতঙ্ক এবং অশান্তি ছড়ানোর কাজ করে যাচ্ছে। পাকিস্তানের তরফ থেকে লাগাতার সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে। সজাগ ভারতীয় জওয়ানদের কারণে বেশিরভাগ সময়েই পাকিস্তানের জঙ্গি অনুপ্রবেশ করানোর ষড়যন্ত্র ব্যার্থ হয়েছে। এছাড়াও পাকিস্তান জম্মু কাশ্মীরের যুবকদের ভারতদের বিরুদ্ধে উসকে দিয়ে তাঁদের হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে। আর এর ফল স্বরুপ জম্মু কাশ্মীরে লাগাতার নিরীহদের উপরে অত্যাচার চালাচ্ছে জঙ্গিরা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা