বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪-র লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এরই মধ্যে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে জনসাধারণকে বড় স্বস্তি দিল। জানা গিয়েছে LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলিন্ডারে ভর্তুকি আকারে এই স্বস্তি দেবে সরকার। অতীতেও, সূত্রের বরাত দিয়ে খবর ছিল যে সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরিমাণ বাড়াতে পারে এবং এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে।
উল্লেখ্য, সরকার এখন থেকেই ভর্তুকি দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে চায় যাতে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের নির্বাচনে সুবিধা হয়। চলতি বছরের নভেম্বরে এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এছাড়া এ বছর তেলেঙ্গানায়ও নির্বাচন হওয়ার কথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে তাঁর ভাষণে বলেছিলেন যে, গত এক বছরে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু আমরা এখানেই থেমে থাকব না। আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে আমাদের অবস্থা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভাল, তবে এতেই সন্তুষ্ট হয়ে থাকতে পারি না। দেশবাসীকে মূল্যস্ফীতি থেকে মুক্তি দিতে আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে এবং আমরা তা অব্যাহত রাখব।
প্রধানমন্ত্রী এমন এক সময়ে এই প্রতিশ্রুতি দিয়েছেন যখন জুলাই মাসে খুচরা মূল্যস্ফীতির হার ৭.৪৪ শতাংশে পৌঁছেছিল। এর পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্কও ২০২৪ সালের আর্থিক বছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়িয়ে ৫.৪ শতাংশে করার সিদ্ধান্ত নিয়েছিল।