বড় দায়িত্ব পেল ভারত! আহমেদাবাদেই হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস, জানালেন জয়শঙ্কর

Published on:

Published on:

2030 Commonwealth Games to be held in India.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের ক্রীড়াপ্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের (2030 Commonwealth Games) আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর “এক্স” মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। জয়শঙ্কর এই বিরাট বিষয়টিকে ভারতের জন্য গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দ্বিতীয়বারের মতো ভারত কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব পেয়েছে। এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল। সেই সময়ে দিল্লিতে এটি সম্পন্ন হয়।

ভারতে সম্পন্ন হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games):

কী জানিয়েছেন বিদেশমন্ত্রী: ইতিমধ্যেই এস জয়শঙ্কর তাঁর পোস্টে লিখেছেন, ভারত আহমেদাবাদে কমনওয়েলথ গেমসের (2030 Commonwealth Games) আয়োজন করবে। এটি ভারত এবং গুজরাটের জন্য একটি গর্বের মুহূর্ত। এছাড়াও, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বমানের পরিকাঠামো নির্মাণ এবং ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করার দৃষ্টিভঙ্গির প্রমাণ।

উল্লেখ্য যে, কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজনের মাধ্যমে ভারত অলিম্পিক আয়োজনের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে। ভারতের পরবর্তী প্রধান লক্ষ্য হল ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক গেমস আয়োজন করা।

আরও পড়ুন: যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ! কোনও চার্জ ছাড়াই রিশিডিউল করা যাবে ট্রেনের টিকিট

এদিকে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও আহমেদাবাদকে কমনওয়েলথ গেমসের (2030 Commonwealth Games) আয়োজক হিসেবে গুরুত্ব দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “গুজরাট এবং ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত! কমনওয়েলথ গেমসের নির্বাহী বোর্ড ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে আহমেদাবাদকে সুপারিশ করেছে। এই ঐতিহাসিক অর্জন আহমেদাবাদকে ভারতের ক্রীড়া রাজধানী হিসেবে গড়ে তোলার আমাদের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্ব এবং ভারতের বিশ্বব্যাপী ক্রীড়া উৎকর্ষের প্রতি অটল অঙ্গীকারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।”

আরও পড়ুন: রঞ্জি ট্রফি খেলেই বৈভব হবেন মালামাল! দৈনিক মিলবে বিপুল অর্থ, জানলে চমকে উঠবেন

কমনওয়েলথ গেমস প্রথম সম্পন্ন হয়েছিল ১৯৩০ সালে: জানিয়ে রাখি যে, ২০২৬ সালের কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্পন্ন হবে। যেখানে ৭৪ টি দেশের ৩,০০০-এরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন বলে অনুমান করা হচ্ছে। এরপর ২০৩০ সালে হাজার হাজার ক্রীড়াবিদ আহমেদাবাদে জড়ো হবেন। ২০৩০ সালে হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষ পূর্তি। এই গেমসটি প্রথম কানাডার হ্যামিল্টনে ১৯৩০ সালে সম্পন্ন হয়েছিল। তবে ব্রিটিশ ইন্ডিয়া তখন সেখানে অংশগ্রহণ করেনি। ১৯৩৪ সালে লন্ডনে সম্পন্ন হওয়া কমনওয়েলথ গেমসে ভারত প্রথম ব্রিটিশ ইন্ডিয়া হিসেবে অংশগ্রহণ করেছিল।