দুধ ঘি ছিল প্রিয় খাবার, ছিল সুরাপানের অভ্যাসও! হৃদরোগে মারা গেল ২১ কোটির ‘সুলতান’

বাংলাহান্ট ডেস্কঃ দুধ ঘি ছিল প্রিয় খাবার। আর সন্ধ্যে হলেই চলত মদ্যপানও। অবশেষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেল ‘সুলতান’ (sultan)। না এটি কোন মানুষের কথা বলছি, না এ হল হরিয়ানার (Haryana) বিখ্যাত মোষ (buffalo) সুলতান ঝোটে, যার দাম উঠেছিল ২১ কোটি টাকা। আর এই দামের জন্যই বিখ্যাত ছিল সুলতান।

সুলতানকে খুব ছোট থেকেই নিজের সন্তানের মত লালন পালন করেছিলেন হরিয়ানার কৈথলের বুড়াখেড়া গ্রামের বাসিন্দা নরেশ বেনিওয়াল। সুলতানের মালিক নরেশ জানিয়েছেন, রাজস্থানের পুষ্কর পশুমেলায় সুলতানের দাম ২১ কোটি টাকা উঠলেও, তিনি সুলতানকে বিক্রি করেননি। সুলতান তাঁর নিজের সন্তানের মতই ছিল।

21 crore 'Sultan' dies of heart disease

২০১৩-তে সর্বভারতীয় পশু সৌন্দর্য প্রতিযোগিতায় ঝাঝর, কারনাল এবং হিসারে জয়ী হয়েছিল সুলতান। তাঁর মালিক জানিয়েছেন, ৬ ফুট দৈর্ঘ্যের এবং দেড় টন ওজনের ছিল সুলতান। দিনে ১০ কেজি দুধ, ২০ কিলো গাজর, ১০ কিলো সবজি এবং ১২ কিলো পাতা খেত সুলতান। আর সন্ধ্যে হলেই তাঁর মদের নেশা ছিল। সন্ধ্যে বেলায় সুরাপান করত সুলতান।

তবে এত পরিমাণ খাবার খেলেও, এই সন্তানের থেকেই বিপুল পরিমাণ আয় হত নরেশ বেনিওয়ালের। সুলতানের বীর্যের চাহিদা ছিল অনেক। বছরে সুলতানের প্রায় ৩০ হাজার ডোজ বীর্য বিক্রি করতেন নরেশ, যার প্রতি ডোজের দাম ৩০৬ টাকা। যার ফলে বছরে লক্ষ লক্ষ টাকা আয় হত নরেশের। সেই সন্তান সম সুলতান মারা যাওয়ায় ভেঙে পড়েছেন নরেশ। সেইসঙ্গে শোরগল পড়ে গিয়েছে গোটা হরিয়ানায়।


Smita Hari

সম্পর্কিত খবর