২১জুলাই এর শহীদ সভাকে ‘শোকসভা’ বলে কটাক্ষ দিলীপ ঘোষ

Published On:

বাংলাHunt, পশ্চিম মেদিনীপুর:- তৃণমূলের ২১জুলাই এর শহীদ সভাকে শোক সভা বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

শনিবার রাতে মেদিনীপুরের শ্যাম সঙ্ঘ ভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হতে এসে একথা বলেন তিনি। তিনি জানান, শহীদ ভাড়া করে আনছে তৃণমূল। গত ৮ বছর ধরে গায়ের জোরে শহীদ দিবস পালন করে আসছে তৃণমূল। ২০১৯ সালের পর আর শহীদ দিবস পালন হবে না। রাজ্যে একের পর পুরসভা বিজেপি দখল করলেও পরে সেই পুরসভা গুলি দখল করেছে তৃণমূল।

এবিষয়ে দিলীপ বাবু জানান, পুলিশ ও প্রশাসন কে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে এসব করেছে তৃণমূল।মিড ডে মিল সহ বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূল সরকার কেন্দ্রের সঙ্গে কোনো

সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ

X