নেতাজির নির্দেশেই মমতার সঙ্গে দেখা করতে যাই! চাঞ্চল্যকর দাবি ধৃত নুরের

বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার ২১ জুলাইয়ের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ ভুয়ো পরিচয় দেওয়া এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। কালো রঙের প্রাইভেট গাড়ি নিয়ে থাকা নুর আমিন নামের ওই ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা দিলে তাকে গ্রেফতার করে পুলিশ। নুর গ্রেফতারির পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

নিজেকে পুলিশকর্মী দাবি করা ধৃত নুর আমিনের আসল পরিচয় ঘিরে দানা বেঁধেছে রহস্য। উঠে আসছে হাজারো প্রশ্ন। সূত্রের খবর, পুলিশের প্রাথমিক জেরায় নুর জানিয়েছেন, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। তার নির্দেশে সতর্ক করতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি।

সূত্রের পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তিনি। ডেবরা এবং মেদিনীপুর শহর, এই দুই জায়গাতেই অবাধ যাতায়াত ছিল নুরের। গত কয়েকবছর ধরে ওই ব্যক্তির ঠিকানা কলকাতার আনন্দপুর থানার মার্টিনপাড়া। দু-তিন বছর আগে মার্টিনপাড়ারই ১৪১-এর বি – ঠিকানায় একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। সূত্রের খবর পাশেই একটি দোকান ঘর ভাড়া নিয়ে নুর ইন্টিরিয়র প্রাইভেট লিমিটেড নামে ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসা খোলেন ওই ব্যক্তি।

সূত্রের খবর গতকাল প্রথমে নিজেকে পুলিশকর্মী দাবি করেন ওই যুবক। তবে কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। এরপরেই ব্যক্তিকে নামিয়ে ঠেলে তোলা হয় পুলিশের গাড়িতে। ধরে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। নুর আলমের কালো রঙের গাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, ভোজালি, মাদকও।

নুর আলমের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় পশ্চিম মেদিনীপুরের চণ্ডীপুরে বাড়ি তার। বাড়িতে মা, বাবা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। অন্যদিকে জেলার অলিগঞ্জের কসাইপাড়ায় নুর আমিনের শ্বশুরবাড়ি। সেখানে তাদের দুই সন্তানকে নিয়ে নুরের স্ত্রী থাকেন। সপ্তাহে একদিন করে নুর শ্বশুরবাড়ি যায় বলে জানান তার শ্বাশুড়ি।

নুর আমিনের স্ত্রী পুনম বিবি অবশ্য বলেন, মানসিক অসুস্থতা আছে তার স্বামীর। তার মানসিক রোগের চিকিৎসাও চলছে। তিনি আরও বলেন,’অস্ত্র উদ্ধার হয়নি। লাইটার উদ্ধার হয়েছে। আপনারা কী দেখেছেন অস্ত্র? মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যাবেন বলে কথা হয়েছিল, সকালে কথা হয়েছে। উনি হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের স্টেট মেম্বার আছেন। ওইখান থেকে ইনভাইট ছিল যাওয়ার জন্য।’

armed person

পুলিশ সূত্রে খবর, নুরের গাড়ি থেকে একটি ভোজালি, একটি কলকে ভর্তি গাঁজা, দুটি ভুয়ো পরিচয়পত্র, একটি আগ্নেয়াস্ত্র ও একটি আইপিএল লেখা বেল্ট উদ্ধার করে পুলিশ। তবে ঠিক কি কারণে আগ্নেয়াস্ত্র, ভুয়ো পরিচয়পত্র সহ কালীঘাট পৌঁছেছিলেন তিনি সেই কারণ বের করতে শুরু হয়েছে তদন্ত। কিছুতেই কাটছেনা ধোঁয়াশা। সূত্রের খবর, নুর আমিনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর