ভার্চুয়ালে হোক ২১ জুলাইয়ের সভা! করোনার দাপট বাড়ার কারণে হাইকোর্টে মামলা চিকিৎসকের

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দুই বছর ধরে করোনা (Corona) মহামারীর কারণে গোটা বিশ্বজুড়ে একাধিক মানুষের প্রাণ গিয়েছে। আক্রান্ত হয়েছেন কোটি কোটি মানুষ। করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের ত্রাস কাটিয়ে সম্প্রতি করোনার প্রভাব অনেকাংশে কমে। তবে এর মাঝে বাংলা (West Bengal) সহ গোটা দেশে করোনা আরো একবার বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিদিন একাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে চলেছে।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন ২০ হাজার ছাড়িয়েছে, সেই মুহূর্তে বাংলাতেও প্রতিদিন ৩ হাজারের উপর মানুষ এই মহামারীর শিকার হয়ে চলেছে আর বর্তমানে করোনা মহামারীর প্রভাব কি একুশে জুলাই ‘শহীদ দিবস’-র ওপর পড়তে চলেছে? বর্তমানে একুশে জুলাই অনুষ্ঠান ‘ভার্চুয়াল’ মাধ্যমে করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যেখানে একুশে জুলাই-এর সমাবেশ ভার্চুয়াল মাধ্যমে অথবা সকল বিধি মেনে করার আর্জি জানানো হয়েছে বলে খবর। ইতিমধ্যে মামলাটি হাইকোর্ট দ্বারা গৃহীত হয়েছে এবং আগামী মঙ্গলবার এটি শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত দুই বছর ধরে ‘শহীদ দিবস’ ভার্চুয়াল মাধ্যমে পালিত হয়ে চলেছে। এ বছর করোনার প্রভাব কিছুটা কমার কারণে বিপুল জনসমাগমের মাঝে সমাবেশ হবে বলে দাবি করে তৃণমূলের একাংশ। তবে এর মাঝে আদালতে জনস্বার্থ মামলার ফলে এই সমাবেশের ভবিষ্যৎ কি হয়, সেটাই দেখার।

calcutta high court fb news

প্রসঙ্গত, বর্তমানে একুশে জুলাই-এর প্রস্তুতি চলছে দ্রুতগতিতে। গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে বাংলায় জনসাধারণের মধ্যে নিজেদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। এ বছর উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল থেকে বহু পরিমাণ মানুষের আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে। তবে এর মাঝে আবার অপরদিকে করোনা নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে চিকিৎসক থেকে শুরু করে বাংলার সকল মানুষ। ফলে শহীদ দিবসে লাখ লাখ লোকের সমাগম ঘটলে তা মহামারী আরো বাড়িয়ে তুলতে পারে বলেই মত চিকিৎসকদের। এক্ষেত্রে আগামী মঙ্গলবার জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট কি রায় দেয়, সেদিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর