বাংলা হান্ট ডেস্কঃ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ২৪ বছর বয়সী জওয়ান বারামুলায় (Baramula) জঙ্গিদের সাথে হওয়া এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন। সেনার তরফ থেকে এই খবর ওই জওয়ানের পরিবারের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২৩ ডিসেম্বর ২০১৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় সেনার যোগ দিয়েছিলেন প্রশান্ত ঠাকুর। আর মাত্র ২৪ বছর বয়সেই দেশ রক্ষার খাতিরে প্রাণ বিসর্জন দিলেন।
প্রশান্ত ঠাকুরের কাকাতো ভাই রাকেশ ঠাকুর বলেন, ছোট বেলা থেকেই সেনাতে ভর্তি হওয়ার জিদ মাথায় নিয়ে ঘুরত সে। এত কম বয়সে এই পরিণতি হবে, সেটা কেউ আন্দাজাই করতে পারে নি। উনি বলেন, রাতের বেলায় ফোন করে আমাদের এই খবর দেওয়া হয়।
আপনাদের জানিয়ে দিই, গতকাল সকালে বারামুলায় সেনার নাকা চেকিং পার্টির উপর হামলা করেছিল লস্করের জঙ্গিরা। এই হামলায় সেনার তিন জওয়ান শহীদ হয়েছিলেন। হামলার পর গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় সেনা। এরপর এনকাউন্টারে লস্করের টপ কম্যান্ডার সাজ্জাদ সহ তিন জঙ্গিকে খতম করে সেনা।