বাংলা হান্ট ডেস্ক: গরম কালের দেখা নেই, কেবলই শীত আর বর্ষা। মার্চের শেষে এসেও রোদের দাপট তো নেইই। উল্টে ঝড়-বৃষ্টি মিলিয়ে দুর্যোগ। দক্ষিণবঙ্গে গত দুদিন রোদের দেখা মিলেছে। বৃষ্টির তেজও কমেছে। তবে এরই মধ্যে ফের একবার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া। এর পরেরদিন অর্থাৎ দোলের দিন বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায়। এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে।
সোমবারের পর দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘটায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলাগুলির ওপর দিয়ে। ওদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি বিকেল কিংবা রাতের দিকে বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। ওদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত, রমজান মাসে চরম বিপাকে বাংলাদেশ
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। তবে এদিন দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই।