আবহাওয়ার খবরঃ এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ! এখনই বিদায় নিচ্ছে না শীত

বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু শীত তো তার ইনিংস প্রায় শেষ করতেই যাচ্ছিল বলে মনে করতে বসেছিল শহরবাসী। কিন্তু আবার যে সে ঘুরে দাঁড়াবে কে জানত!একদিন আগেও ১৬.৮ ডিগ্রি তাপমাত্রা ছিল, আর মঙ্গলবার তা নেমে দাঁড়াল ১৩.৮ ডিগ্রিতে। ফের নেমে গিয়েছে পারদ ৩ ডিগ্রি।।

পশ্চিমি ঝঞ্ঝার খাম খেয়ালি পনার কারণে শীতের মেজাজটা খুব বেশি পায়নি কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বড়দিন হতে পারে শীতের উষ্ণতম দিন। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । কিন্তু আবহাওয়া বিদরা মনে করছিলেনন, আর ফিরবে না শীত। কিন্তু তাদের মনে হওয়াতে কিছু এসে যায় না প্রকৃতির।

image 35

তার খেয়ালখুশীতেই আবহাওয়ার মেজাজ হয়, সেটাই মানতে হয় অবহাওয়াবিদ সহ সকলকেই। পৌষ সংক্রান্তির পর থেকেই বাড়তে শুরু করে ছিল রাজ্যের তাপমাত্রা। রাতে খানিক শীত লাগলেও সকালের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছিল। এবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই গরম পোশাক ছাড়া চলা দায় হয়ে যাচ্ছে শহরবাসীর।

সোমবার সন্ধের পর থেকে ঠাণ্ডার আমেজটা টের পাওয়া যাচ্ছিল। উত্তরে হিমেল হাওয়া হাড় কাঁপিয়ে দিচ্ছিল। মঙ্গলবার সকালে তাপমাত্রা কমে যাওয়ায় রৌদ্রের দেখা মিললেও গায়ে লাগছে না সূর্যের তাপ। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ এখনই চড়ছে না।প্রজাতন্ত্র দিবস কিংবা সরস্বতী পুজোর আগে ঠাণ্ডা যে শহর থেকে কোনওভাবেই বিদায় নিচ্ছে না,যদি না পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে কোনও খেলা না দেখায়, স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

সম্পর্কিত খবর