IPL-এ অধিনায়ক হওয়ার সুযোগ পাননি! কিন্তু ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন এই ৩ মহাতারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL) হচ্ছে এমন একটা মঞ্চ, যেখানে পারফরম্যান্স করতে গেলে দরকার পড়ে একটা বিশেষ ক্ষমতা। সেই বিশেষ ক্ষমতাটা হলো বিশাল সংখ্যক দর্শকদের সামনে চাপ সামলে নিজের সেরাটা বার করে আনার ক্ষমতা, যে সমস্যা ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে থাকে না। আর আপনি যদি অধিনায়ক হন, তাহলে নিজের পাশাপাশি ওই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের সেরাটাও বার করে আনতে হয় তাকে। আইপিএল অনেকক্ষেত্রেই অধিনায়ক হিসেবে একজনকে প্রস্তুত করে দেয়।

তবে এই প্রতিবেদনে আমরা এমন কিছু ক্রিকেটারের কথা আলোচনা করবো যারা ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন আইপিএলের অধিনায়কত্বের অভিজ্ঞতা ছাড়াই।

test rahane

১. অজিঙ্কা রাহানে: ধোনির অনুপস্থিতিতে ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে থাকেন। তখন আইপিএলের মতো মঞ্চে নেতৃত্ব দেওয়ার কোনও অভিজ্ঞতা ছিল না তার। পরবর্তীতে ভারতকে আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: এবার ভারতীয় দল থেকে বাদ পড়বেন রোহিত শর্মা! কড়া সিদ্ধান্ত নিলো BCCI

২. যশপ্রীত বুমরা: ভারতীয় দলকে একটি টেস্টে নেতৃত্বে দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। অথচ এর আগে কোন পর্যায়ের সিনিয়র থেকে তাই তিনি কোন রকম অধিনায়কত্ব করেননি। আইপিএলেও তিনি সব সময় একজন ক্রিকেটার হিসেবেই খেলেছেন, অধিনায়ক হিসেবে নয়। যদিও ভারতকে হারের মুখই দেখতে হয়েছিল।

আরও পড়ুন: পরবর্তী সুরেশ রায়না পেয়ে গেলো ভারতীয় দল! এবার BCCI-এর ঘরে আসবে বিশ্বকাপ

ruturaj gaikwad

৩. রুতুরাজ গায়কোয়াড: আইপিএলে তিনি গত কয়েক মরসুম ধরে দুর্দান্ত ছন্দে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। কিন্তু অভিনয় করতে ধারে কাছেও আসেননি কোনওদিনও। তাও আসন্ন এশিয়ান গেমসের জন্য তাকে ভারতীয় অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর