বিরাট কোহলির জন্য নষ্ট হচ্ছে ৩ ভারতীয় ক্রিকেটারের কেরিয়ার! হারিয়ে যাবেন জাতীয় দল থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কোনও সন্দেহ নেই যে ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) যে স্কোয়াড নিয়ে যাচ্ছে, তাতে আজও সবচেয়ে বড় এবং সেরা তারকা হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি এই প্রজন্মের শ্রেষ্ঠ ব‍্যাটার এটা অনেকেই মানেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপ জয়ের জন্য রোহিত শর্মার (Rohit Sharma) বড় ভরসা হবেন সেই কোহলিই।

তবে বিশ্বকাপের আগে তাকে বুঝে শুনে ব্যবহার করছে বিসিসিআই। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি মাঠে নামেননি। এশিয়া কাপ জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচের অংশও ছিলেন না তিনি। তার জায়গায় ওডিআই দলে তিন নম্বরে ব্যাটিং করা কিছু ব্যাটার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বারবার। কিন্তু তারা যতই ভালো খেলুক না কেন বিরাট কোহলি থাকাকালীন তাদের ওডিআই ফরম্যাটে ওই নির্দিষ্ট জায়গায় নিয়মিত হওয়ার কোন সম্ভাবনা নেই। এর প্রভাব পড়তে পারে তাদের ওডিআই কেরিয়ারেও। এক নজরে দেখে নেওয়া যাক এই তিন তারকাকে।

sanju samson

সঞ্জু স্যামসন: খুব অল্প সুযোগ পেয়েছেন ভারতের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার। চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করে মনে রাখার মত কয়েকটি ওডিআই ইনিংস খেলেছেন তিনি। হয়তো চাইলে তাকে তিন নম্বরে একজন নিয়মিত হিসেবেও খেলানো যেত। কিন্তু বিরাট কোহলি থাকায় সেটা সম্ভব হয়নি। ফলে ভালো পারফরম্যান্স করা সত্বেও তিনি এখন ভারতীয় দলে ব্রাত্য।

shreyas resize

শ্রেয়স আইয়ার: ওডিআই ফরম‍্যাটে তিনি ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছিলেন। কিন্তু চোটের কারণে চলতি বছরের অনেকটা সময় মাঠের বাইরে কেটেছে তার। বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে অসাধারণ শতরান করেছেন। কিন্তু তিনি নিজেও জানেন যে কোনওদিনও কোহলি থাকাকালীন তিনি এই জায়গায় খেলতে পারবেন না। লোয়ার অর্ডারে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষাণরা সেট হয়ে গিয়েছেন। ফলে অজিতের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেও হয়তো তাকে বাইরেই বসতে হবে বিশ্বকাপে। এই ঘটনা তার কেরিয়ারে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: রোহিতের চেয়ে কি কোহলি এগিয়ে? বিশ্বকাপের আগে এই প্রসঙ্গে চমকে দেওয়া মন্তব্য রাহুল গান্ধীর

kishan

ঈশান কিষাণ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে বাকি ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে। কিন্তু রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেন করতে নামবেন, এটা অনেক আগে থেকেই নিশ্চিত হয়ে রয়েছে। এমন অবস্থায় তাকে তিন নম্বরে ব্যাটিং করানো যেত কিন্তু বিরাট কোহলির মত মহাতারকা থাকায় সেটা সম্ভব হচ্ছে না। আর ভারতের মিডেল অর্ডারে প্রতিযোগিতা অনেক বেশি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজে দুটি ইনিংসে বড় রান করতে ব্যর্থ হয়েছেন ঈশান। এমনটা চলতে থাকলে নিজেকে ভারতীয় দলে নিশ্চিত হিসেবে দেখতে পারবেন না ঈশান। পরোক্ষভাবে হলেও এর জন্য কিছুটা দায়ী বিরাট কোহলি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর