বাংলা হান্ট ডেস্ক : বুধবার সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। বরফ ঢাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। প্রাণ হারান এক আধিকারিক-সহ তিন সেনা জওয়ান।
কী হয়েছিল ঘটনা? জানা যাচ্ছে, প্রত্যেক দিনের মতোই রুটিন টহলদারি দিতে সকালে কুপওয়ারার মাছাল সেক্টরে যাচ্ছিল সেনার গাড়িটি। সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ভারতীয় সেনার চিনার কোর্পসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, রোজকার মতো টহলদারির সময় রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় গাড়িটি। প্রাণ হারান এক জুনিয়র কমিশনড অফিসার ও দুই জওয়ান। রাস্তায় বরফ থাকার ফলে পিছলে যায় গাড়িটি। আর তার ফলেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। ভারতীয় সেনা তিনজনের দেহ উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে।
ধীরে ধীরে শান্তি ফিরছে উপত্যকায়। কাশ্মীরের মানুষ আর সেনাদের পাথর ছোঁড়ে না। সম্প্রতি অমিত শাহর (Amit Shah) স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে সেই দাবিতেই সিলমোহর পড়েছে বলে খবর। ওই রিপোর্টে বলা হয়েছে, একসময় সন্ত্রাসের ঘাঁটি ছিল জম্মু ও কাশ্মীর। বিজেপি সরকারের আমলে চিত্র বদলেছে ভূস্বর্গের। উপভোগ্য পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কাশ্মীর (Kashmir)।
কয়েক দিন আগেই জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানায় ১১ জানুয়ারি থেকে আগামী কয়েকদিন ভূস্বর্গে বরফ পড়তে পারে। এই সময়টাই কাশ্মীরে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই কুপওয়ারা এদিন ঢেকেছিল বরফের চাদরে। কিন্তু সেই বরফই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল তিন জওয়ানের।