৩টি কারণ, যে জন্য বিশ্বকাপের দলে সুযোগের ব্যাপারে যশস্বী জয়সওয়াল এগিয়ে শুভমান গিলের থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যত বিশ্বকাপ (2023 ODI World Cup) এগিয়ে এসেছে ততই ভারতীয় দলের (Indian Cricket Team) সমর্থকদের চিন্তাগুলি বেড়ে উঠছে। চোট আঘাত ও মিডল অর্ডারের সমস্যা বাদেও ভারতীয় দলে অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) ওপেনিং পার্টনার কে হবে সেই নিয়েও জল্পনা চলছে। ২ থেকে ৩ মাস আগেও ভারতীয় দলের ওপেনারদের নিয়ে মাথা ব্যাথা ছিল না কারোর। কিন্তু এখন সেই নিয়ে জল্পনা চলছে।

শুভমান গিল ছন্দে নেই:
যে শুভমান গিল-কে নিয়ে সমর্থকরা অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং তাকে বিরাট কোহলির উত্তরসূরী বলা হচ্ছিল, তিনি আপাতত নিজের সেরা ছন্দের ধারে কাছেও নেই। বছরের শুরুতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পেলেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে রীতিমতো বেকায়দায় দেখিয়েছে। এরপর অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন যে তার আর ওডিআই ফরম্যাটে রোহিতের সাথে ওপেন করা উচিত কিনা সেই নিয়ে।

yashasvi jaiswal

বিকল্প হতে পারেন যশস্বী:
এখনো অবধি ওডিআই ফরম্যাটে কোনও ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে ওপেন করে সাফল্য পেয়েছেন এই তরুণ বাঁ-হাতি ভারতীয় ওপেনার। ওডিআই ফরম্যাটে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামলে তার খুব একটা অসুবিধা হবে এমনটা মনে করছেন না কেউই।

আরও পড়ুন: এই যোগ্য ক্রিকেটারের সাথে বড় অবিচার করলো BCCI! বিশ্বকাপের আগে বড় অবিচার

৩ কারণ যার জন্য গিলের থেকে এগিয়ে যশস্বী:
● শুভমান গিলের থেকে নিজেকে ব্যাটিংয়ের সময় নিজেকে অনেকটাই বেশি সময় দিতে পারেন যশস্বী। লেট খেলায় অভ্যস্ত বলে সুইং তিনি অনেক বেশি ভালো সামলাতে পারে।

● রোহিত শর্মার সঙ্গে তিনি যদি ওপেন করেন তাহলে ডান হাত/বাঁ-হাত কম্বিনেশন তৈরি হবে ওপেনিংয়ে। ফলে বিপক্ষের বোলারদের বেশি সমস্যা ফেলা যাবে।

● শুভমন গিল মোটামুটি স্বচ্ছল পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু যশস্বীকে অনেক লড়াই করে আজ এই জায়গায় পৌঁছতে হয়েছে। ফলে তার মানসিক দৃঢ়তা অনেক বেশি এবং কঠিন পরিস্থিতিতে দলকে হয়তো বেশি সাহায্য করতে পারবেন।

আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী ভারতীয় একাদশ থেকে বাদ শুভমান গিল! দলে সুযোগ পেলেন এই নবাগত তরুণ

বিকল্প ভাবনা:
তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে মনে হয় না জয়সওয়াল বা গিলের মধ্যে কেউ একজনও রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সুযোগ পাবেন বিশ্বকাপে। কারন সেই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ঈশান কিষাণ। ওডিআই ফরম্যাটে একটি দ্বিশতরান রয়েছে তার। তাছাড়া সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করার ব্যাপারে তিনি আপাতত ফেভারিট।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর