অবাক কাণ্ড! পঞ্চায়েতে ১০০ শতাংশেরও বেশি ভোটে জয়ী ৩ TMC প্রার্থী, শুনে মাথায় হাত বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) ঘিরে হাজারো কাণ্ড! কোথাও মারামারি, সংঘর্ষ, প্রানহানি তো কোথাও দেদার ছাপ্পা, ভোট লুঠ, গণনায় কারচুপি। যার জেরে বহু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আর এবার আরেক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, পঞ্চায়েত ভোটে ১০০ শতাংশেরও (100 percent vote) বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন শাসকদলের তিন প্রার্থী (TMC Candidate)।

এদিন এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা। আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই রাজ্যজুড়ে। এদিন বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে এই মামলা এলে তা শুনে হতভম্ব হয়ে যান খোদ বিচারপতিও।

জানা গিয়েছে, কীভাবে মোট ভোটারের চেয়ে অধিক ভোট পড়ল সেই নিয়ে ইতিমধ্যেই বিডিও-র কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি সিনহা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগণার হাবড়া-২ ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে।

এবার আসি পরিসংখ্যানে। সূত্র মারফত জানা গিয়েছে, মামলাকারীর তরফে অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের ৬৮ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১হাজার ৪৮১। তবে সেখানে মোট ভোট পড়েছে ২ হাজার ১৭৭টি। একই ঘটনা ঘটেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ৭১ নম্বর বুথেও। সেখানে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৫২৯ তবে ভোট পড়েছে ১ হাজার ৭৪০টি।

high court

অন্যদিকে, ৮৩ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৪৮৮ তবে ভোট পড়েছে ২ হাজার ৪৯৬টি। জানা যাচ্ছে ওই তিনটি বুথেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী। কিভাবে মোট ভোটারের থেকেও বেশি ভোট পড়ল এই রহস্যভেদ করতে এবার বিডিও-র কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর