যোগিরাজ্যের পর এবার দেবভূমিতেও বুলডোজার! ৩৩০ অবৈধ মাজার গুঁড়িয়ে দিল প্রশাসন

বাংলা হান্ট ডেস্ক : এবার বিজেপি (BJP) শাসিত উত্তরাখণ্ডে (Uttarakhand) চলল বুলডোজার শাসন! ভেঙে দেওয়া হল ৩৩০টি বেআইনি মাজার। প্রাশাসনের দাবি, ওই মাজারগুলির অধিকাংশই সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে উঠেছিল। সেই কারণেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পু্ষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) জানান, ‘দেবভূমিতে জমি-জেহাদের ষড়যন্ত্র রেয়াত করা হবে না।’

মুখ্যমন্ত্রী ধামির অনুমতিতে গত ৯০ দিন ধরে উত্তরাখন্ডে চালানো হচ্ছে ‘বৃহত্তম সাফাই অভিযান’। তাতেই বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩৩০টি মাজার এবং একই ধরনের ধর্মস্থান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কার্যাকলাপে বাড়বাড়ি নিয়ে সতর্ক করে গোয়েন্দারা।

   

uttarakhand 2

তাতে কাজ না হওয়ায় এরপরই বেআইনি মাজারগুলিকে গুঁড়িয়ে দেওযার সিদ্ধান্ত নেওয় হয়। পুষ্কর সিং ধামির সাফ কথা, ‘দেবভূমিতে অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা উত্তরাখণ্ডে জমি-জেহাদ সহ্য করব না।”

এদিকে গেরুয়া সরকারের বুলডোজার শাসনের বিরুদ্ধে মুখ খুলেছে বিরোধী দল কংগ্রেস (Congress)। তাদের বক্তব্য, ১৯৮০ সাল বা তার আগে তৈরি মাজারগুলিকে বৈধতা দেওয়া উচিত ছিল। যদিও বিরোধীদের যুক্তি মানতে নারাজ বিজেপি সরকার। জানা গিয়েছে দেবভূমির পাহাড়-জঙ্গলে থাকা দুর্গম অঞ্চলের মাজারগুলিকে রেয়াত করা হয়নি। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় সেগুলিকেও।

মাসদুয়েক এক রাতে মোট ২৬টি অবৈধ মাজার ভাঙার নির্দেশ দেয় পাহাড় রাজ্যের ধামী সরকার। ধ্বংস হওয়া মাজারের মধ্যে বেশ কয়েকটি মাজার অবস্থিত ছিল সংরক্ষিত বনভূমির মধ্যেই। পুরো ঘটনাটি ঘটে রবিবার রাতে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ধ্বংস হওয়া ২৬টি মাজারই তৈরি হয় উত্তরাখণ্ডের বন দফতরের জমিতে। বেশ কয়েকটি মাজার তৈরি হয়েছিল সাম্প্রতিক কালে। তবে জানা যাচ্ছে, হঠাৎই বুলডোজার দিয়ে এই মাজার ভাঙার সিদ্ধান্ত মোটেই ভালো ভালো ভাবে নেয়নি দেশের মুসলিম সমাজ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর