বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) আমাদের দেশের সবথেকে বৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। ইতিমধ্যেই সমগ্ৰ দেশজুড়ে ৪০ কোটিরও বেশি গ্রাহকের সাথে সংযোগ স্থাপন করেছে এই ব্যাঙ্ক। এমতাবস্থায়, আপনার যদি SBI-তে সেভিং অ্যাকাউন্ট থাকে এবং আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ টাকা কেটে নেওয়ার বিষয়টি লক্ষ্য করেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনাকে সাহায্য করতে পারে। মূলত, এই প্রতিবেদনে আমরা আপনাকে আপনার SBI অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নেওয়ার কারণটি জানাতে চলেছি।
কেন SBI অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নেওয়া হচ্ছে: ব্যাঙ্কের তরফে আপনার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নেওয়ার পেছনে কারণ হিসেবে রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। অর্থাৎ, ব্যাঙ্ক আপনাকে কেন্দ্রীয় সরকারের এই স্কিমের মাধ্যমে একটি দুর্ঘটনাজনিত বিমা কভার প্রদান করে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বা PMJJBY হল কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালনা করা একটি বিমা প্রকল্প। যেটি ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিদের জন্য উপলব্ধ রয়েছে। এই বিমায় ২ লক্ষ টাকার লাইফ কভার এক বছরের জন্য দেওয়া হয় এবং এটি রিনিউয়েবল। পাশাপাশি, এই স্কিমের মাধ্যমে বিমা করা ব্যক্তির কোনো কারণে মৃত্যু হলে রিস্ক কভার হল ২ লক্ষ টাকা। এক্ষেত্রে প্রিমিয়াম বার্ষিক ৩৩০ টাকা থেকে ৪৩৬ টাকার মধ্যে থাকে। যা আপনার বেছে নেওয়া বিকল্প অনুযায়ী আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট করা হয়। পলিসির সময়সীমার মাঝামাঝি সময়ে যাঁরা প্রথমবার PMJJBY-এর অধীনে নথিভুক্ত হচ্ছেন, তাঁদের জন্য নিম্নলিখিত হিসাবে প্রিমিয়াম পেমেন্ট করতে হবে।
আরও পড়ুন: বেকারদের জন্য সুবর্ণ সুযোগ, কর্মসংস্থান করে দিচ্ছে SBI, এভাবে বসে বসে আয় করতে পারবেন মোটা টাকা
১. জুন, জুলাই এবং আগস্ট- ৩৩০ টাকার বার্ষিক প্রিমিয়াম।
২. সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর- ৩ টি ত্রৈমাসিকের প্রিমিয়াম ৮৬ টাকা। অর্থাৎ মোট ২৫৮ টাকা।
৩. ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি- ২ টি ত্রৈমাসিকের প্রিমিয়াম ৮৬ টাকা। অর্থাৎ মোট ১৭২ টাকা।
৪. মার্চ, এপ্রিল এবং মে- ১ টি ত্রৈমাসিকের প্রিমিয়াম অর্থাৎ ৮৬ টাকা।
আরও পড়ুন: SBI-তে অ্যাকাউন্ট থাকলে জমা করা টাকার ওপরেও কাটবে চার্জ! মাথায় হাত কোটি কোটি গ্রাহকের
কিভাবে আপনার SBI অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নেওয়া বন্ধ করবেন: আপনি যদি আপনার SBI সেভিং অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নেওয়া বন্ধ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে একটি আবেদনপত্র বা ফর্ম পূরণ করতে হবে। যেটিতে ব্যাঙ্ককে আপনার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (PMJJBY) সাবস্ক্রিপশন বন্ধ করতে বলা হয়। ব্যাঙ্ক আপনার অনুরোধ প্রসেস করবে এবং এটি এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তারপরে, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেওয়া হবে না।