“রাম আমাদের সবার পূর্বপুরুষ”, ১৫০ কিমি হেঁটে রামলালাকে দর্শন করলেন ৩৫০ জন মুসলিম ভক্ত

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। আর তারপরেই রামলালার দর্শনে মুগ্ধ হয়েছে গোটা দেশ। এমতাবস্থায়, রামলালাকে দর্শনের জন্য ৬ দিনের পদযাত্রার পর মঙ্গলবার লখনউ (Lucknow) থেকে ৩৫০ জন মুসলিম ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন। দলটির নেতৃত্বে ছিলেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের জাতীয় আহ্বায়ক রাজা রইস এবং প্রাদেশিক আহ্বায়ক শের আলী খান। রামলালাকে দর্শনের পর সকল ভক্তের চোখে গর্বের অশ্রু দেখা যায় এবং তাঁরা সকলেই শ্রীরামের নাম করতে থাকেন।

মূলত, ওই ৩৫০ জনের দলটি লখনউ থেকে ছয় দিনের পদযাত্রার পরে অযোধ্যায় পৌঁছেছিলেন। ওই সফরের সময়ে প্রতি ২৫ কিলোমিটার অন্তর একটি পূর্বনির্ধারিত স্থানে রাত্রিতে বিশ্রামের জন্য তাঁরা থাকতেন এবং পরের দিন সকালে ফের রওনা হতেন। এইভাবে ৬ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ভক্তরা ছেঁড়া জুতো এবং ক্ষতবিক্ষত পায়ে অযোধ্যায় পৌঁছে অবশেষে রামলালার দর্শন পান।

WhatsApp Image 2024 01 31 at 4.31.29 PM

রাম আমাদের সকলের পূর্বপুরুষ ছিলেন: ওই মঞ্চের মিডিয়া ইনচার্জ শহীদ সাঈদ জানিয়েছেন যে, শ্রী রামের দর্শনের এই মুহূর্তটি তাঁর সারাজীবনের জন্য একটি আনন্দদায়ক স্মৃতি হয়ে থাকবে। পাশাপাশি রাজা রইস জানান, রাম আমাদের সকলের পূর্বপুরুষ ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি বলেন যে, “আমাদের দেশ, আমাদের সভ্যতা, আমাদের সংবিধান একে অপরের মধ্যে ঘৃণা শেখায় না। ভিন্ন ধর্মের কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের উপাসনালয়ে যান, তাহলে এটা মোটেই ধরে নেওয়া উচিত নয় যে তিনি তাঁর নিজের ধর্ম ত্যাগ করেছেন।”

আরও পড়ুন: আর নেই সময়! FASTag ব্যবহারকারীরা আজকের মধ্যেই করুন এই কাজ, নাহলেই বিপদ

তিনি আরও জানান, “আমরা দেশ ও মানবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান বাড়াতে এসেছি। এর ফলে আমরা কেউ কাফের হইনি, কোনো অপরাধ করিনি। বরং, এটি এদেশের ভালোবাসা ও ঐক্যের সংস্কৃতিকে শক্তিশালী করবে।” পাশাপাশি, এই ভক্তদের, ঐক্য ও অখণ্ডতার প্রতীক হিসেবে স্বাগতও জানানো হয়।

আরও পড়ুন: “মোদী ও ভারতীয়দের কাছে ক্ষমা চান”, সরব হলেন মালদ্বীপের বিরোধী নেতা, বিরাট চাপে মুইজ্জু

উল্লেখ্য যে, রামলালার দর্শনের আগে, ওই ভক্তরা সাধু রামসুরত সাহেব ও উদর সাহেবের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সম্মিলিতভাবে হনুমান চালিশা পাঠ করা হয়। রামলালার দর্শনের পর, মুসলিম ভক্তরা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি এবং মণিরামদাস সেনানিবাসের পীঠধীশ্বর মহন্ত নৃত্যগোপালদাস মহারাজের কাছ থেকেও আশীর্বাদ নেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর