বাংলা হান্ট ডেস্ক: ‘বাবার চাকরি ফেরত দাও’ প্রধানমন্ত্রীর কাছে আর্জি চিঠি পাঠালো ১৩ বছরের কিশোর। বাবার চাকরি যাওয়ার পর থেকেই সংসারের বেহাল দশার সম্মুখীন হন পরিবারের সকলে। নিজেদের এহেন দশা থেকে মুক্ত করতেই বছর ১৩-র এই কিশোর মোদিকে ৩৭ টি চিঠি লিখেছেন এখনও পর্যন্ত।
স্বার্থক নামের এই বালক মোদিকে একের পর এক চিঠি লিখেই চলেছে ২০১৬ সাল থেকে। বাবার চাকরি চলে যাওয়ায় পরিবারের বেহাল দশার অবস্থা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখে এই বালক। তার একটাই অনুরোধ তার বাবা যেন চাকরি ফিরে পায় যাতে তাদের এই সংসারিক অনটন কিছুটা হ্রাস পেতে পারে। এমনকি সে ‘মোদি বাবাজি’ বলেও সম্বোধন করেছে প্রধানমন্ত্রীকে।
এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কে ৩৭ টি চিঠি লেখার পরও কোনো উত্তর না পাওয়ায় হাল ছেড়ে দেয়নি সার্থক। তার বাবার চাকরি যে বা যারা কেড়ে নিয়েছে তাদের যোগ্য শাস্তি চায় সে। অষ্টম শ্রেণীর ছাত্র সার্থকের দৃঢ় বিশ্বাস একদিন না একদিন ঠিক তাঁর চিঠির উত্তর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।