বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর দুই মাসও অপেক্ষার বাকি নেই। আর মধ্যেই আরম্ভ হয়ে যাবে ওডিআই বিশ্বকাপের খেতাব দখলের লড়াই। ভারতের মাটিতে আয়োজিত হলেও ভারতকে টেক্কা দিয়ে বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে বিশ্বের সব নামিদামি ক্রিকেট খেলিয়ে দেশগুলি। সমর্থকদের আগ্রহ থাকবে কারা বেশি রান করলেন বা কারা বেশি উইকেট তুললেন সেই সমস্ত বিষয় নিয়ে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই চার ক্রিকেটারের কথা যারা কোন একটি ওডিআই বিশ্বকাপের সংস্করণে সবচেয়ে বেশি রান করেছেন।
● ডেভিড ওয়ার্নার: ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে আলাদাই ছন্দেছিলেন এই তারকা অজি ওপেনার। আগ্রাসে ব্যাটিং করে দশ ম্যাচে তিনি ৭১.৮৮ গড়ে ৬৪৭ রান করেছেন। যদিও তার এই দুর্দান্ত ফর্মে থাকা সত্বেও অস্ট্রেলিয়ার সেমিফাইনালের বাঁধা টপকাতে পারেনি ইংল্যান্ডের বিরুদ্ধে।
● রোহিত শর্মা: ভারতের বর্তমান অধিনায়ক ২০১৯ সালে নিজের সেরা ছন্দ ছিলেন। ওই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে তার ১৪০ রানের ইনিংস টি এখনও প্রশংসিত হয়। তবে তিনি দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। পাঁচটি শতরান সহ ওই বিশ্বকাপে তিনি ৮১ গড়ে মোট ৬৪৮ রান করেছিলেন।
● ম্যাথু হেডেন: ২০০৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার অপর ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট জ্বলে উঠলেও গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন হেডেন। ব্যাট হাতে তিনটি শতরান সহ তিনি মোট ৬৫৯ রান করেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।
● সচিন টেন্ডুলকার: দীর্ঘদিন কেটে গেলেও আজও তিনি এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ২০০৩ সালে মহাজাগতিক ছন্দে ছিলেন মাস্টার ব্লাস্টার। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মারাত্মক পেস আক্রমণকে দক্ষিণ আফ্রিকার দ্রুত গতির উইকেটে শাসন করেছিলেন তিনি। ৬১.১৮ গড় ধরে রেখে তিনি ওই বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন।