একই বছরে ৩ ফরম্যাটেই শতরান করেছেন এই ৪ ভারতীয়! সর্বকনিষ্ঠ কে? সেটা জানলে অবাক হবেন

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খুব কম ক্রিকেটারই এমন রয়েছেন যারা একই বছরে ক্রিকেটের তিন ফরম্যাটে শতরান করতে পেরেছেন। ভারতীয় ক্রিকেটে কিংবদন্তির মর্যাদা পাওয়া সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনি এমন কীর্তি করে দেখাতে পারেননি, যেমনটা এই চারজন ক্রিকেটার করে দেখিয়েছেন। আমাদের এই নির্দিষ্ট প্রতিবেদনটি সেই চার ক্রিকেটেরকে নিয়েই যারা একই ক্যালেন্ডার বর্ষে তিন ফরম্যাটে শতরান করার বিরল নজির গড়তে পেরেছেন।

১. সুরেশ রায়না (Suresh Raina): প্রথম ভারতীয় ক্রিকেটের যিনি এই কীর্তি গড়ে দেখিয়েছেন। ২০১০ সালে রায়না এই কীর্তি ঘুরে দেখিয়েছেন যখন তিনি ছিলেন ফর্মের মধ্যগগনে। ওই বছর আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং ওডিআই তে অভিষেকে ও টেস্টেও শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান পেয়েছিলেন তিনি।

২. লোকেশ রাহুল (KL Rahul): সুরেশ রায়নার ছয় বছর পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০১৬ সালে এই কীর্তিতে ভাগ বসিয়েছিলেন লোকেশ রাহুল। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই শতরান করেছিলেন কিন্তু তিনটি আলাদা দলের বিরুদ্ধে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওডিআইতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এমন কীর্তি গড়েছিলেন তিনি।

rohit century

৩. রোহিত শর্মা (Rohit Sharma): ২০১৭ সালে হিটম্যান ছিলেন ফর্মের তুঙ্গে। বিশেষ করে ওই বছর প্রত্যেকটি ফরম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি যেন রান করার ব্যাপারে অত্যন্ত বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন। ভারতের প্রতিবেশী দেশের বিরুদ্ধে তিনটি ফরম্যাটেই সেই বছর ১৭ রানের দেখা পেয়েছিলেন রোহিত যার মধ্যে ওডিআই ক্রিকেটে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন ইডেন গার্ডেন্সে, ২৬৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলে।

shubman gill 200

৪. শুভমান গিল (Shubman Gill): এই তালিকার নবতম সংযোজন শুভমান গিল, যিনি চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে অসাধারণ ছন্দে রয়েছেন। চলতি বছরের প্রথম মাসে ওডিআইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে, দ্বিতীয় মাসে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং তৃতীয় মাসে অর্থাৎ মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শতরান করে এই বিশেষ ক্লাবে প্রবেশ করেছেন তিনি। লোকেশ রাহুলের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।

 

X