বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একজন খেলোয়াড় নিজের ক্রীড়া জগতে একজন কিংবদন্তি হিসেবে আখ্যা পান কখন? এই প্রশ্নের সহজ জবাব হল যে তারকা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা পারফরম্যান্স করতে পারেন তিনি সর্বকালের সেরাদের তালিকায় জায়গা পান। এইজন্যই প্রবল প্রতিভা থাকা সত্ত্বেও টেনিস জগতে গেল মঁফিস শুধুমাত্র একজন ভালো খেলোয়াড় হয়ে থেকে গেছেন এবং তার চেয়ে অনেক কম প্রতিভা থাকা সত্ত্বেও পরিশ্রমের কারণে নোভাক জকোভিচ নিজেকে টেনিসের ইতিহাসে অমর করে ফেলেছেন। এইজন্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেক বেশি প্রতিভা থাকা সত্ত্বেও ব্রাজিলের নেইমার পর্তুগিজ মহাতারকার সাফল্যের উচ্চতা ছুঁতে পারেননি।
তবে আজ আমরা আলোচনা করব ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে। কোনও আইসিসি ইভেন্টের ফাইনালই হল কোনও ক্রিকেটারের জীবনে পারফরম্যান্স করে দেখানোর সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ মঞ্চ। আর সেই ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন কারা, সেটাই আজ আমরা দেখে নেবো।
৪. সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতের জার্সিতে মাত্র দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন সৌরভ। ২০০৩ ওডিআই বিশ্বকাপ এবং ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তিনি মাঠে নেমে ছিলেন ব্যাট হাতে। কোন বাড়ি তার দল জয় পায়নি কিন্তু ২০০০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি একটি অসাধারণ শতরান করে এই তালিকায় চার নম্বরে রয়েছেন। তার নামের পাশে রয়েছে ১৪১ রান।
৩. রোহিত শর্মা: তারকা ভারতীয় ওপেনার এবং বর্তমান অধিনায়ক দেশের জার্সিতে কোন আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সাতটি ইনিংস খেলেছেন। এর মধ্যে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১৬ বলে ৩০ রানের একটি ক্যামিও ছাড়া মনে রাখার মত কিছু এখনো অবধি করে উঠতে পারেননি রোহিত। আইসিসি ফাইনালে হিটম্যানের নামের পাশে রয়েছে ১৪৭ রান।
২. গৌতম গম্ভীর: এই ভারতীয় তারকার জন্য অনেকেই বলেন যে ধোনির পক্ষে দুটি বিশ্বকাপ জেতা সম্ভব হয়েছে। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন গম্ভীর। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর ২০১১ সালের ওডিআই বিশ্বকাপেও তিনি ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন সেই ফাইনালে। মাত্র দুটি ম্যাচ খেলেই এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গম্ভীরের নামের পাশে রয়েছে ১৭২ রান।
১. বিরাট কোহলি: ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যাট হাতে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ধোনির হাতে ট্রফি তুলে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন বিরাট। ওই দুটি ইনিংস ছাড়াও তিনি আরও পাঁচবার কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ব্যাট হাতে নেমেছেন এবং মোট ২৩১ রান নিয়ে তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন।